For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাগাতার আপত্তিজনক তথ্য ছড়ানোর অভিযোগ, কঙ্গনার মন কী বাতের রাস্তা বন্ধ করল টুইটার

লাগাতার আপত্তিজনক তথ্য ছড়ানোর অভিযোগ, কঙ্গনার মন কী বাতের রাস্তা বন্ধ করল টুইটার

  • |
Google Oneindia Bengali News

বাংলার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে লাগাতার আপত্তিজনক মন্তব্য করতে থাকেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এমনকী এর আগেও একাধিকবার ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ ওঠে কঙ্গনার বিরুদ্ধে। এবার সেই বাঁধ ভাঙতেই 'অ্যাকশানে’ নামল টুইটার। প্রাথমিক ভাবে শোনা যাচ্ছিল সাময়িক ভাবে বন্ধ হয়েছে কঙ্গনার অ্যাকাউন্ট। তবে একাধিক সংবাদমাধ্যমের দাবি, সাময়িক ভাবে নয়, পাকাপাকি ভাবে বন্ধ করা হয়েছে অভিনেত্রীর টুইটার অ্যাকাউন্ট।

লাগাতার আপত্তিজনক তথ্য ছড়ানোর অভিযোগ, কঙ্গনার মন কী বাতের রাস্তা বন্ধ করল টুইটার

টুইটারের নিয়মবিধি লঙ্ঘন করে পোস্ট করার কারণেই এই পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নির্বাচনে বিজেপি-র হারের পর একাধিক টুইট ভেসে উঠেছিল কঙ্গনার দেওয়ালে। প্রত্যেকটি টুইট যে তাঁর পছন্দের দলকে সমর্থন করে লেখা, তা আর বলার অপেক্ষা রাখে না। ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই একের পর এক ট্য়ুইট করেন কঙ্গনা। একটি ট্যুইটারে তিনি লিখেছেন, 'বাংলাদেশী আর রোহিঙ্গারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল শক্তি। পশ্চিমবঙ্গে হিন্দুরা আর সংখ্যাগরিষ্ঠ নেই বলেও দাবি করেন তিনি।

মমতার জয়কে স্বাগত! দান-ধ্যান নয়, সরকার নজর দিক শিল্প-কর্মসংস্থানে, বলছে শিল্পমহলমমতার জয়কে স্বাগত! দান-ধ্যান নয়, সরকার নজর দিক শিল্প-কর্মসংস্থানে, বলছে শিল্পমহল

এমনকী একাধিকবার'#বেঙ্গলইজবার্নিং’ জাতীয় হ্যাশটাগও ব্যবহার করেছিলেন অভিনেত্রী। কঙ্গনার তথ্য অনুযায়ী গোটা ভারতবর্ষের তুলনায় বাংলার মুসলিমরা সবচেয়ে গরীব আর বঞ্চিত। ভাল, আরেকটা কাশ্মীর তৈরি হচ্ছে। বাংলায় বিজেপির বিপর্যয়ের পর লাগাতার টুইটে এসবই লিখতে থাকেন তিনি। অন্যদিকে এতদিন যে কোনও বিষয়েই নিজের মতামত টুইটের আকারে তুলে ধরতেন অভিনেত্রী। তবে তার অধিকাংশই হতো আপত্তিজনক। তার জন্য বিতর্কও হয়েছে বিস্তর। এবার তার পোস্ট করার রাস্তাই পাকাপাকি ভাবে বন্ধ করে দিল টুইটার।

English summary
kangana ranaut ban on twitter for spreading objectionable information
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X