For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মন্দিরে 'ড্রেস কোড'! নয়া বিতর্কে দক্ষিণ ভারতের আরও এক এলাকা

সবরিমালার পর এবার দক্ষিণের আরও এক মন্দির ঘিরে বিতর্ক চরমে। অন্ধ্রপ্রদেশের ইন্দ্র কিলাদ্রির কণক দূর্গা মন্দিরে এবার নতুন ড্রেসকোড চালু করার কথা বলা হচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

সবরিমালার পর এবার দক্ষিণের আরও এক মন্দির ঘিরে বিতর্ক চরমে। অন্ধ্রপ্রদেশের ইন্দ্র কিলাদ্রির কণক দূর্গা মন্দিরে এবার নতুন ড্রেসকোড চালু করার কথা বলা হচ্ছে। আগামী বছরের প্রথম থেকেই এটি ড্রেস কোড চালু হবে।

মন্দিরে ড্রেস কোড! নয়া বিতর্কে দক্ষিণ ভারতের আরও এক এলাকা

মন্দির কর্তৃপক্ষ ঠিক করেছে ভক্তদের জন্য আম্মা শাড়ির ব্যবস্থা করা হবে। প্রতিটি শাড়ির দাম ১০০ টাকা। প্রতিটি ভক্তকেই এই ড্রেস কোড মেনে সাজতে হবে বলে জানিয়ে দিয়েছে কণক দূর্গা মন্দিরের কর্তৃপক্ষ। বিশেষভাবে মহিলাদের জন্য বলে দেওয়া হয়েছে, যে হয় শাড়ি বা ঘাঘরা , যেকোনও একটি পোশাকে সেজে তবেই আসতে হবে এই মন্দিরে ঈশ্বর দর্শনে। মন্দিরের তরফে বলা হয়েছে পোশাক পাল্টানোর জন্যও যাবতীয় বন্দোবস্ত করা হয়েছে।

উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় কণক দূর্গা মন্দির অন্যতম বিখ্যাত এলাকা। ইন্দ্রকিলাদ্রি পাহাড় এই মন্দির অবস্থিত। এক বৈদিক সাহিত্যে এই মন্দিরের উল্লেখ রয়েছে।

English summary
Kanaka Durga Temple management to implement dress code for devotees.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X