For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৮৬তম অস্কারের প্রতিযোগী তালিকায় 'কামসূত্র থ্রিডি'

Google Oneindia Bengali News

৮৬তম অস্কারের প্রতিযোগী তালিকায় 'কামসূত্র থ্রিডি'
কোচি, ১৮ নভেম্বর : ৮৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের প্রতিযোগী তালিকায় উঠল রুপেশ পলের নতুন ছবি কামসূত্র থ্রিডি-র নাম। আর এই খবরেই বিতর্ক দানা বেঁধেছে।

এই ছবির পাঁচটি গান 'অরিজিন্যাল সংগ' বিভাগে অন্যান্য ৭০টি গানের সঙ্গে প্রতিযোগিতা করবে। এমনকী শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্যও এছবির নাম প্রতিযোগী তালিকায় রাখা হয়েছে।

ঐতিহাসিক বাস্তব পারিপার্শ্বিক প্রেক্ষাপটেই এই ছবিটি তৈরি করা হয়েছে। শরীরি গভীর ভালবাসার সঙ্গে বিশ্বাসঘাতকতা ও যুদ্ধের যাত্রাপথই ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিতে। এমনটাই দাবী পরিচালক রুপেশের।

ছবির পাঁচটি গান 'অরিজিন্যাল সংগ' বিভাগে অন্য ৭০টি গানের সঙ্গে প্রতিযোগিতা করবে

একে তো ছবির নাম , তার উপরে অভিনেত্রী শারলিন চোপড়ার শরীরি বিভঙ্গ, এই ছবি নিয়ে বিতর্কের জন্ম দিয়েছিল। এই ছবির কয়েকটি দৃশ্যে অভিনেত্রীকে বিবস্ত্র কামুক শরীরী আহ্বাণেও দেখা গিয়েছে। যা নিয়ে সমালোচকদের একাংশ এই ছবিকে নীল ছবির তকমাও দিয়েছেন।

অভিনেত্রীর এমন শরীর প্রদর্শনে ক্ষেপে উঠেছে অনেক নারীবাদী সংগঠনও। কিন্তু তাদের সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে অস্কারের প্রতিযোগী তালিকায় এই ছবি। এই প্রসঙ্গে পরিচালক রুপেশ পলের বক্তব্য, "এই ছবির আসা মূল প্রতিযোগী তালিকায় আসা মূলধারার ছবির ক্ষেত্রে সহায়তা করবে। যারা এই ছবিকে নীল ছবির তকমা দিয়েছিলেন তাদের জন্য আমাদের একটা জবাব। আশা করি তাঁরা জানেন অ্যাকাডেমি পুরস্কারের জন্য নীল ছবি নির্বাচণযোগ্য নয়।"

আগামী বছর ২৩ মে মুক্তি পেতে চলেছে বিতর্কিত ছবি কামসূত্র থ্রিডি। কান চলচ্চিত্র উৎসব ২০১৩ ও আমেরিকান ফিল্ম বাজার ২০১৩-র অভূতপূর্ব সালের সাফল্যের পর অ্যাকাডেমি পুরস্কারেও যে এ ছবি চমক দেখাবে সে বিষয়ে আশাবাদী চলচ্চিত্র নির্মাতারা।

আগামী বছর ১৬ জানুয়ারি ৮৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের চূড়ান্ত মনোনয়ন ঘোষিত হবে। তাতে যদি এই ভারতীয় বিতর্কিত ছবিটি জায়গা করে নিতে পারে, তবে সকলের নজর থাকবে ২ মার্চ ২০১৪-র দিকে, যেদিন মূল অনুষ্ঠানে প্রতিযোগিতায় সেরাদের নাম ঘোষণা করা হবে।

English summary
Kamasutra 3D in Oscar contention list
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X