আমেরিকার প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হবেন কমলা, উত্তেজনায় ফুটছেন হ্যারিসের মামা
টানটান উত্তেজনায় চলছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গননা। হাড্ডাহাড্ডি লড়াই চলছে ডোনাল্ড ট্রাম্প আর জো বাইডেন। কানায় কানায় চলছে লড়াই। একই মধ্যে আবার ডেমোক্র্যাট ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে ঘিরেও বাড়ছে উত্তেজনা। ভারতীয় বংশোদ্ভত হ্যারিসের ভাইস প্রেসিডেন্ট পদে জয় নিয়ে ভারতেও উত্তেজনার পারদ চড়ছে। কমলার মামা ভারতে বসে দাবি করেছেন এবার আমেরিকা প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট পাবে।

আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচন
ভারতীয় সময় বিকেল থেকে আমেরিকায় শুরু হয়েছে রাষ্ট্রপতি পদে ভোট গ্রহন। মাত্র ৬ কোটি ভোটার বুথে গিয়ে ভোট দিয়েছেন এদিন। ১০ কোটি ভোটার আগেই পোস্টাল ব্যালটে ভোট গিয়েছেন। করোনা সংক্রমণের কারণেই আর্লি ভোটিং বেছে নিয়েছেন আমেরিকার সিংহভাগ নাগরিক। এই নিয়ে উদ্বেগ বেড়েছে ট্রাম্প শিবিরে।

ভাইস প্রেসিডেন্টের দৌড়ে কমলা হ্যারিস
এই প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভুত আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে রয়েছে। ভাইস প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাট প্রার্থী হয়ে লড়ছেন কমলা হ্যারিস। তাঁর জয়ের জন্য গতকালই তামিলনাড়ুতে পুজো িদয়েছেন তাঁর গ্রামের বাসিন্দারা। এই নিয়ে তামিলনাড়ুতে সকাল থেকেই উন্মাদনা তৈরি হয়েছে।

জিতবেনই কমলা
ভারতে কমলার মামা গোপালন বালচন্দ্রন দাবি করেছেন কমলা জিতবেনই। তিনিই হবেন আমেরিকার প্রথম মহিলা রাষ্ট্রপতি। ভোট শেষ হওয়ার পর কমলার সঙ্গে তিনি কথা বলবেন বলে জানিয়েছেন। পরের চার বছরে আমেরিকার আমূল পরিবর্তন ঘটতে চলেছে বলে দাবি করেছেন তিনি। কমলার জয় নিয়ে উত্তেজনায় ফুটছে তাঁর গ্রাম। কমলা তাঁকে ভোেটর প্রচারে থাকার অনুরোধ জানিয়েছিল বলেও দাবি করেছেন গোপালন।

এগিয়ে বাইডেন
মুহূর্তে মুহূর্তে বদলাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটের ফলাফল। ট্রাম্পকে ফেলে অনেকটাই এগিয়ে গিয়েছেন জো বাইডেন। হাড্ডাহাড্ডি লড়াই চলছে আমেরিকায়। বারাক ওবামা প্রথম থেকেই ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের পক্ষে প্রচার চালিয়েছেন। ২০১৬ সালে যেটা সম্ভ হয়নি সেটা এবার সম্ভব হবে বলে দাবি করেছেন বারাক ওবামা।