For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুলের পোস্ট করা ছবিতে ইঙ্গিত, মধ্যপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী কমল নাথ

সূত্রে খবর কমল নাথ-এর মুখ্যমন্ত্রীত্বেই সিলমোহর দিয়েছেন রাহুল গান্ধী। এরপরই তিনি দুই নেতার সঙ্গে ছবি তোলেন।

Google Oneindia Bengali News

অবশেষে কাটল জট। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কে হবেন তা জানিয়ে দিলেন রাহুল গান্ধী। দিল্লিতে নিজের সরকারি বাসভবনে রাহুল গান্ধী মধ্যপ্রদেশের দুই গুরুত্বপূর্ণ নেতা কমল নাথ ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া-র সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন। দুই নেতাকে সামনে বসিয়েই মধ্যপ্রদেশের সমস্ত খুঁটিনাটি-রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন রাহুল। দুই নেতাকেই বোঝান নির্বাচন জয়ী হওয়া এবং সরকার গঠনটা যেমন গুরুত্বপূর্ণ তেমনি সরকারের সামনে এখন অনেক দায়িত্ব আছে। সেগুলিকে সঠিকভাবে মোকাবিলা করাটাও সমানভাবে দরকার। সূত্রে খবর কমল নাথ-এর মুখ্যমন্ত্রীত্বেই সিলমোহর দিয়েছেন রাহুল গান্ধী। এরপরই তিনি দুই নেতার সঙ্গে ছবি তোলেন।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কে, ছবি পোস্ট করে কী বললেন রাহুল গান্ধী

রাহুল গান্ধী এরমধ্যে তাঁর টুইটার অ্য়াকাউন্টে কমল নাথ ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে পাশে নিয়ে ছবিও তোলেন। টুইটারে সেই ছবি পোস্ট করার সময় রাহুল আবার তাতে লিখেও দেন 'দ্য মোস্ট পাওয়ারফুল ওয়ারিয়ার্স আর পেশেন্স অ্য়ান্ড টাইম।' যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় 'ধৈর্য ও সময়ের দুই শক্তিশালী যোদ্ধা।'

এই টুইটার ঘিরেও জল্পনা ছড়ায় রাজনৈতিক মহলে। সন্ধ্য়ায় রাহুল গান্ধীর বাসভবন ছেড়ে বের হওয়ার সময় কমলনাথ সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিলেও মুখ্যমন্ত্রীর নাম নিয়ে কোনও কথাই বলতে চাননি। তিনি পরিষ্কার করেই বলেন, রাহুল গান্ধীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি মুখ্যমন্ত্রীর নির্বাচন নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। এখন ভোপালে বিধায়কদের সঙ্গে বৈঠকের পরই সেই নাম ঘোষণা করে দেওয়া হবে।

জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও রাহুল গান্ধীর বাসভবন থেকে বের হওয়ার সময় সংবাদমাধ্যমকে একই কথা জানান। তিনি জানান, বৃহস্পতিবার রাতেই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে।

মধ্যপ্রদেশ বিজয়ে কংগ্রেসের এবার মূল কাণ্ডারি ছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও কমল নাথ। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ভূমিপুত্র হলেও কমল নাথ-এর জন্ম অন্যস্থানে। ছিন্দাওয়ারার সাংসদ হওয়ায় তাঁর সঙ্গে মধ্যপ্রদেশের যোগাযোগ। সেইসঙ্গে রাহুল গান্ধী এই সিনিয়র কংগ্রেস নেতাকে মধ্যপ্রদেশের দায়িত্ব দেওয়ায় তাঁর একটা গ্রহণযোগ্যতা সেখানে তৈরি হয়েছে। নির্বাচনের ফল ঘোষণা হওয়ার আগে থেকেই কমল নাথ ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া-কে মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করে মধ্যপ্রদেশ জুড়ে পোস্টার টাঙিয়েছে দুই নেতার অনুগামীরা। বৃহস্পতিবার দিনভর ভোপালেও প্রদেশ কংগ্রেস দফতরের সামনে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া-র অনুগামীরা জমায়েত করেছিলেন।

এই জটিল পরিস্থিতিতে অবশ্য দুই নেতাই বারবার জানিয়েছেন রাহুল গান্ধী মুখ্যমন্ত্রী পদে যাকে বেছে নেবেন সেটাই মানা হবে। এখন পর্যন্ত সূত্রে যা খবর তাতে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে সিনিয়র কংগ্রেস নেতা ও এককালের কেন্দ্রীয়মন্ত্রী কমল নাথ-কেই বেছে নিয়েছেন রাহুল। জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকেও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে। তবে, সূত্রে দাবি, ভোপালে প্রদেশ কংগ্রেসের বৈঠকের পরই এই সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

English summary
At last the issue of CM choice has resolved and sources claims Kamal Nath will be the next CM of MP.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X