For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখ্যমন্ত্রী হয়েই রাহুলের প্রতিশ্রুতি রক্ষা কমলনাথের, বাঁচল মধ্যপ্রদেশের কৃষকরা

মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী পদে এদিন শপথ নিলেন কংগ্রেস নেতা কমলনাথ। এদিন পদে বসেই সবার প্রথমে কৃষকদের ঋণ মকুবের ফাইলে সই করলেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী পদে এদিন শপথ নিলেন কংগ্রেস নেতা কমলনাথ। বিরোধী শিবিরের একগাদা শীর্ষ নেতা এদিন উপস্থিত ছিলেন কমলনাথের শপথগ্রহণ অনুষ্ঠানে। দলের সভাপতি রাহুল গান্ধীর ঘনিষ্ঠ কমলনাথ তাঁরই প্রতিশ্রুতি পূরণ করলেন।

মুখ্যমন্ত্রী হয়েই রাহুলের প্রতিশ্রুতি রক্ষা কমলনাথের, বাঁচল মধ্যপ্রদেশের কৃষকরা

এদিন পদে বসেই সবার প্রথমে যে ফাইলে সই করলেন কমলনাথ তা হল কৃষকদের ঋণ মকুবের ফাইল। ২ লক্ষ টাকা পর্যন্ত রাজ্যের সমস্ত কৃষকের ঋণ মকুব করে দেওয়া হল।

[আরও পড়ুন: বিজেপিকে ঠেকাতে তৃণমূলের সঙ্গে কি জোট বাঁধছে সিপিএম! কী মত ইয়েচুরির ][আরও পড়ুন: বিজেপিকে ঠেকাতে তৃণমূলের সঙ্গে কি জোট বাঁধছে সিপিএম! কী মত ইয়েচুরির ]

সব রাজ্যেই নির্বাচনী প্রচারে গিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী কৃষকদের দুর্দশার চিত্র তুলে ধরে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ করেন। পাশাপাশি মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহানের সরকারকেও আক্রমণ করতে ছাড়েননি রাহুল। পাশাপাশি প্রতিশ্রুতি দেন, সরকারে এলে সাত দিনের মধ্যে রাজ্যের কৃষকদের ঋণ মকুব করে দেবে কংগ্রেস সরকার।

[আরও পড়ুন: বিরোধী মহাজোট-এ দলবল নিয়ে নাম লেখাচ্ছেন সদ্য প্রাক্তন মোদী মন্ত্রিসভার সদস্য ][আরও পড়ুন: বিরোধী মহাজোট-এ দলবল নিয়ে নাম লেখাচ্ছেন সদ্য প্রাক্তন মোদী মন্ত্রিসভার সদস্য ]

সেইমতো ক্ষমতায় এসে কমলনাথ সবার প্রথমে রাহুলের প্রতিশ্রুতিই রক্ষা করলেন। সবার প্রথমে কৃষিঋণ মকুবের ফাইলে সই করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে।

[আরও পড়ুন: রাহুল গান্ধীর বিরোধিতা করে তৃণমূলের পাশে দাঁড়াল সিপিআই ][আরও পড়ুন: রাহুল গান্ধীর বিরোধিতা করে তৃণমূলের পাশে দাঁড়াল সিপিআই ]

English summary
Kamal Nath waives farm loans, in first decision as Madhya Pradesh chief minister
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X