For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেস শাসিত রাজ্যে 'আধ্যাত্মিক মন্ত্রক'! নির্বাচনের আগে কোন পথে রাহুল ব্রিগেড

৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপিকে ৩ রাজ্যেই মাত দিয়েছে কংগ্রেস। মধ্যপ্রদেশ ও রাজস্থানে বিজেপির হাত থেকে দূর্গ ছিনিয়ে নিয়ে এবার লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক ঘুঁটি সাজাতে ব্যস্ত রাহুল ব্রিগেড।

  • |
Google Oneindia Bengali News

৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপিকে ৩ রাজ্যেই মাত দিয়েছে কংগ্রেস। মধ্যপ্রদেশ ও রাজস্থানে বিজেপির হাত থেকে দূর্গ ছিনিয়ে নিয়ে এবার লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক ঘুঁটি সাজাতে ব্যস্ত রাহুল ব্রিগেড। ইতিমধ্যেই কংগ্রেস শাসিত মধ্যপ্রদেশে কংগ্রেস এসেই কৃষক ঋণ মুকুব করে দেওয়ার মত রদক্ষেপ নিয়ে নিয়েছে। এবার পালা মন্ত্রকে কিছু রদবদলের।

কংগ্রেস শাসিত রাজ্যে আধ্যাত্মিক মন্ত্রক! নির্বাচনের আগে কোন পথে রাহুল ব্রিগেড

মধ্যপ্রদেশে এবার আসছে 'আধ্যাত্মিক মন্ত্রক'। যে মন্ত্রক আগে বিজেপি সরকারের আমলে ছিল 'আনন্দ বিষয়ক মন্ত্রক', তাকেই বিভিন্ন ছোটবড় মন্ত্রকের সঙ্গে জুড়ে দিয়ে তৈরি হচ্ছে 'আধ্যাত্মিক মন্ত্রক'। কমলনাথের নেতৃত্বাধীন মধ্যপ্রদেশ সরকারের 'রিলিজিয়াস ট্রাস্ট', 'রাজ্য আনন্দ সংস্থান' , মধ্যপ্রদশ তীর্থ মেলা প্রাধিকরণ সহ বেশ কয়েকটি বিভাগ আসতে চলেছে এক ছাদের তলায়। অনেকেই মনে করছেন লোকসভা নির্বাচনকে পাখীর চোখ করে এবার হিন্দু ভোট টানতে এই নয়া মন্ত্রকের জন্ম দিতে চলেছে কংগ্রেস।

কংগ্রেস শাসিত রাজ্যে আধ্যাত্মিক মন্ত্রক! নির্বাচনের আগে কোন পথে রাহুল ব্রিগেড

উল্লেখ্য়, বহু রাজনৈতিক বিশেষজ্ঞের মতে, গত বিধানসভা নির্বাচনে বিজেপি যেখানে হিন্দুত্ব তাস খেলেছে, সেখানে কংগ্রেস 'নরম হিন্দুত্বের' তাম খেলে বাজিমাৎ করেছে। কংগ্রেসের এই রণনীতিতে যেমন একটা অংশের অ-হিন্দুরা সমর্থন করেছেন, অন্যদিকে হিন্দুদের একটা অংশও এই পদক্ষেপে কংগ্রেসকে সমর্থন করেছে বলে মন বহু বিশেষজ্ঞের। আর কংগ্রেস সেই পন্থাকে আরও জোরদার করে এবার বিধানসভা নির্বাচনের দিকে এগোচ্ছে বলে অনেকের মত। যার প্রকৃষ্ট উদাহরণ মধ্যপ্রদেশের 'আধ্যাত্নিক মন্ত্রক'।

English summary
Kamal Nath 'Spiritual Department' Replaces Shivraj Chouhan's Happiness.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X