For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তছরুপ কাণ্ডে ইডির জিজ্ঞাসাবাদ! বাথরুম থেকে পালিয়ে গেলেন মুখ্যমন্ত্রীর ভাইপো

তছরুপ নিয়ে চলছিল ইডির জিজ্ঞাসাবাদ। কিন্তু মাঝপথে বাথরুম যাওয়ার নাম করে কার্যত পালিয়ে গেলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের ভাইপো রাতুল পুরী।

Google Oneindia Bengali News

তছরুপ নিয়ে চলছিল ইডির জিজ্ঞাসাবাদ। কিন্তু মাঝপথে বাথরুম যাওয়ার নাম করে কার্যত পালিয়ে গেলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের ভাইপো রাতুল পুরী। ইডির অনুমান রাহুল পুরী হিন্দুস্তান পেপার প্রোজেক্টস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান।

বাথরুমে যাওয়ার নাম করে পালিয়ে যান মুখ্যমন্ত্রীর ভাইপো

বাথরুমে যাওয়ার নাম করে পালিয়ে যান মুখ্যমন্ত্রীর ভাইপো

ইডি অগাস্টা ওয়েস্টল্যান্ড চপার কেলেঙ্কারি নিয়ে তদন্ত শুরু করেছে। যেখানে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের ভাইপোর ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। ইডি সূত্রের দাবি, রাতুল পুরীর বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ তাদের কাছে রয়েছে। অগাস্টা ওয়েস্টল্যান্ড কেলেঙ্কারি নিয়ে তাঁকে শুক্রবার তলব করা হয়েছিল। বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পরেই তাতে দাঁড়ি পড়ে।
কেননা রাতুল পুরী বাথরুম যাওয়ার নাম করে আর ফিরে আসেননি।

অন্তবর্তী জামিনের আবেদনের সম্ভাবনা

অন্তবর্তী জামিনের আবেদনের সম্ভাবনা

তদন্তকারীরা মনে করছেন, পুরী তাঁর আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেছেন। গ্রেফতার এড়াতে অন্তবর্তী জামিন চাইতে পারেন তিনি। সূত্রের খবর অনুযায়ী সিবিআই আধিকারিক রাজীব স্যাক্সেনার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছিলেন। তাঁর বিরুদ্ধে যে তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে ইডি, তা নিয়েই এই তর্ক হয় বলে জানা গিয়েছে।

সম্প্রতি পুরীর বিভিন্ন ঠিকানায় হানা দিয়েছিল আয়কর বিভাগ। সেই তল্লাশিতে গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়ে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। যদিও রাহুল পুরী অগাস্টা
ওয়েস্টল্যান্ড চপার কেলেঙ্কারিতে নিজের যুক্ত কথার খবর অস্বীকার করেছেন। আপাতত ২৯ জুলাই পর্যন্ত তাঁকে গ্রেফতার না করার রক্ষাকবচ রয়েছে।

৬০০ কোটির দুর্নীতির অভিযোগ

৬০০ কোটির দুর্নীতির অভিযোগ

অগাস্টা ওয়েস্টল্যান্ড ভিভিআইপি চপার কেলেঙ্কারিতে প্রায় ৬০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি। তারই মধ্যে ঘটল অন্যতম অভিযুক্তের পালিয়ে যাওয়ার ঘটনা। বিরোধীদের অভিযোগ, তথ্য ফাঁস হওয়া অনুমান করেই পালিয়েছেন রাতুল।

English summary
After a brief questioning, on AgustaWestland scandal. Ratul Puri gave the sleuths a slip, said people with direct knowledge of the matter. Puri had asked to be excused to use the urinal but never returned.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X