For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আইটেম' কাণ্ডে নির্বাচন কমিশনের কোপে কমল নাথ, ভোটের আগে মধ্যপ্রদেশে ব্যাকফুটে কংগ্রেস

Google Oneindia Bengali News

মধ্যপ্রদেশের স্টার ক্যাম্পেইনার বা তারকা প্রচারকের তালিকা থেকে নাম কাটা পড়ল প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সেরাজ্যে কংগ্রেসের মুখ কমল নাথ। কয়েকদিন আগেই এক নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে 'আইটেম' আখ্যা দেওযার প্রেক্ষিতেই কমল নাথের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এর জেরে মধ্যপ্রদেশে 'আইটেম' কাণ্ডে আরও অস্বস্তিতে কংগ্রেস।

কমল নাথকে তোপ বিজেপির

কমল নাথকে তোপ বিজেপির

বিজেপি নির্বাচন কমিশনে কমল নাথের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছিল 'আইটেম' ইস্যুতে। এছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান কমল নাথের মন্তব্যের প্রতিবাদে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে দুই ঘণ্টার জন্য মৌনব্রত পালন করেন। যদিও এই বিষয়ে শিবরাজকে পাল্টা তোপ দেগেছিলেন কমল নাথ।

নির্বাচন কমিশনের কোপে পড়তে হল কমল নাথকে

নির্বাচন কমিশনের কোপে পড়তে হল কমল নাথকে

এর পরই ২১ অক্টোবর 'আইটেম' কাণ্ডে জাতীয় নির্বাচন কমিশন কমল নাথকে নোটিশ জারি করে। ৪৮ ঘণ্টার সময়সীমা নির্ধারণ করে দিয়ে এই ইস্যুতে তাঁর অবস্থান জানতে চেয়েছিল কমিশন। অবশ্য এই ঘটনার প্রেক্ষিতে আগেই প্রাক্তন মুখ্যমন্ত্রী সাফাই দেওয়ার চেষ্টা করেছিলেন। তবুও নির্বাচন কমিশনের কোপে পড়তে হল কমল নাথকে।

কী বলেছিলেন কমল নাথ?

কী বলেছিলেন কমল নাথ?

প্রসঙ্গত, মধ্যপ্রদেশ উপনির্বাচনের প্রচারের এক জনসভায় মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা কমল নাথ ইমারতি দেবীকে 'আইটেম' বলে সম্বোধন করেন। এর আগে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে ইমারতী দেবী কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এর প্রেক্ষিতেই তাঁকে উপনির্বাচনে টিকিট দেয় গেরুয়া শিবির। এদিকে নির্বাচনী উত্তাপে এহেন 'স্লিপ অফ টং'-কে ইস্যু করে ময়দানে নামে বিজেপিও।

<strong>পুলওয়ামা ইস্যুতে কাঠগড়ায় রাহুল, বিহার নির্বাচনে বিজেপির হাতে নয়া হাতিয়ার তুলে দিল পাকিস্তান</strong>পুলওয়ামা ইস্যুতে কাঠগড়ায় রাহুল, বিহার নির্বাচনে বিজেপির হাতে নয়া হাতিয়ার তুলে দিল পাকিস্তান

English summary
Kamal Nath removed from Star Campaigner's list in Madhya Pradesh by Election Commission
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X