For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসে আছেন 'কমিশন নাথ'! ভোট প্রচারে চড়া আক্রমণ বিজেপির

কমল নাথ হলেন কমিশন নাথ। মধ্যপ্রদেশে বিজেপির সর্বশেষ অভিযোগ এটাই। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কমলনাথ বর্তমানে মধ্যপ্রদেশ কংগ্রেসের সভাপতি।

  • |
Google Oneindia Bengali News

কমল নাথ হলেন কমিশন নাথ। মধ্যপ্রদেশে বিজেপির সর্বশেষ অভিযোগ এটাই। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কমলনাথ বর্তমানে মধ্যপ্রদেশ কংগ্রেসের সভাপতি।

 কংগ্রেসে আছেন কমিশন নাথ! ভোট প্রচারে চড়া আক্রমণ বিজেপির

বিজেপির জাতীয় মুখপত্র সম্বিত পাত্র এক সাংবাদিক সম্মেলনে বলেন, কমল নাথ হলেন, 'কমিশন নাথ'। দুজি স্পেকট্রাম বন্টনে কমলনাথের জড়িত থাকার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আজ এই সময় থেকে কমলনাথের নতুন নাম দেওয়া হচ্ছে।

মধ্যপ্রদেশে বিজেপি ফের ক্ষমতায় ফিরবে, এই বিশ্বাস রেখে সম্বিত পাত্র বলেন, মধ্যপ্রদেশের মানুষ কমিশন নাথকে চান না। কেবল পদ্মই চান।

অন্যদিকে বিজেপি সাংসদ জিভিএল নরসীমা রাও কংগ্রেসের বেশি সময় লোকসভা সদস্য থাকাদের মধ্যে অন্যতম কমলনাথকে আক্রমণ করেন। তাঁর অভিযোগ, কমলনাথের নাম যখন বিভিন্ন দুর্নীতি জড়িয়ে ছিল তখন রাহুল গান্ধীর তাঁকে রক্ষা করেন। ধান রপ্তানি দুর্নীতেও কমলনাথ জড়িক বলে অভিযোগ করেন তিনি। তবে সেই মামলা তৎকালীন সময়ে সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন ওই বিজেপি নেতা।

তিনি আরও অভিযোগ করেন, যখন নীরা রাডিয়ার টেপ সামনে আসে, সেই সময় কমলনাথের নামও ভেসে উঠেছিল। ১৫ শতাংশ কমিশনের মন্ত্রী হিসেবে তাঁর নাম প্রকাশ হয়ে পড়েছিল। তবে তখন তাঁকে সরিয়ে দেওয়া হয়নি। কেননা তিনি রাহুল গান্ধীর খুব কাছের।

এই সপ্তাহের শুরুর দিকে কমলনাথে একটি বিতর্কিত ভিডিও সামনে এসেছিল। সেই ভিডিও নিয়ে নির্বাচন কমিশনের কাছে কংগ্রেস অভিযোগও জানায়। যদিও কমলনাথ সেই ভিডিও সম্পর্কে সাফাই দিয়ে বলেছিলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির রক্ষার্থেই তিনি তা বলেছিলেন।

English summary
Kamal Nath is 'Commission nath', BJP alleged in Madhya Pradesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X