For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অপেক্ষার অবসান, অবশেষে আসনে নির্বাচনী লড়াইয়ে কেন্দ্র বাছলেন দক্ষিণী সুপারস্টার কমল হাসান

অপেক্ষার অবসান, অবশেষে আসনে নির্বাচনী লড়াইয়ে কেন্দ্র বাছলেন দক্ষিণী সুপারস্টার কমল হাসান

  • |
Google Oneindia Bengali News

ভোটে লড়ার সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছিলেন কমল হাসান। এমনকী তামিলনাড়ুর আসন্ন নির্বাচনে তাঁর দল মাক্কাল নিধি মাইয়ম (এমএনএম) কটা আসনে প্রতিদ্বন্দ্বীতা করবে সে কথা খোলসা করেছিলেন। এবার তিনি নিজে কোন কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বীত করতে চলেছেন তা জানালেন এমএনএম প্রতিষ্ঠাতা তথা দক্ষিণী স্টার কমল হাসান। তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচনে ২৩৪টি আসনের মধ্যে ১৫৪টিতে লড়বে মাক্কাল নিধি মাইয়ম (এমএনএম), এমনটাই জানিয়েছেন কমল।

অপেক্ষার অবসান, অবশেষে আসনে নির্বাচনী লড়াইয়ে কেন্দ্র বাছলেন দক্ষিণী সুপারস্টার কমল হাসান

শুক্রবার তিনি জানান আসন্ন নির্বাচনে কোয়েম্বাটোর দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকেই এবারে নির্বাচনী লড়াইয়ে ঝাঁপাতে চলেছেন তিনি। এদিকে মোট ১৫৪টি আসনে প্রতিদ্বন্দ্বীতার কথা বললেও বাকি দুই জোটসঙ্গী এআইএসএমকে এবং আইজেকে লড়বে ৪০টি করে আসনে, একথাও আগেই জানিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ লোকসভা নির্বাচনে ৪ শতাংশ ভোট পেয়েছিল দাক্ষিণাত্যের এই মেগাস্টারের দল।

এদিকে নির্বাচনী লড়াইয়ের ঘোষণা করলেও আদপে কোন কেন্দ্র থেকে লড়বেন দাক্ষিণাত্যের সুপারস্টার, তার দিকেই চোখ ছিল গোটা রাজনৈতিক মহল তথা অনুরাগীদের। অবশেষে শুক্রবার সেই অপেক্ষার অবসান ঘটল। এদিকে স্ট্যালিনের ডিএমকে-র সঙ্গেও সিপিএমের আসন রফা হয়ে গিয়েছে। ছ’টি আসন সিপিএমকে ছাড়ছে তারা। কংগ্রেসকে ছাড়ছে ২৫ টি আসনে। অন্যদিকে পিছিয়ে নেই এআইডিএমকে-বিজেপি-র শাসক জোটও। সব মিলিয়ে ভোটের বাজারে বাংলার মতোই বর্তমানে তপ্ত তামিল ভূমিয আগামী ৬ এপ্রিল ভোট রয়েছে তামিলনাড়ুতে।

ভিভিআইপিদের নিরাপত্তায় কোনও আপস নয়, জেলাশাসক, পুলিশ সুপারদের কড়া বার্তা কমিশনেরভিভিআইপিদের নিরাপত্তায় কোনও আপস নয়, জেলাশাসক, পুলিশ সুপারদের কড়া বার্তা কমিশনের

English summary
Kamal Hasan is fighting from the center of South Coimbatore in Tamil Nadu
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X