For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চেন্নাইয়ে কেজরি-কামাল বৈঠক, তামিল রাজনীতিতে কি নতুন সমীকরণের ইঙ্গিত

কামাল হাসানের সঙ্গে কমপক্ষে একঘণ্টা রাজনৈতিক আলোচনা সারলেন অরবিন্দ কেজরিওয়াল। চেন্নাইয়ে দুজনের বৈঠক হয়।

  • |
Google Oneindia Bengali News

একজন নেতা ও অন্যজন অভিনেতা। দুজনের একে অপরের সঙ্গে বৈঠকে সরগরম হয়ে উঠল তামিল রাজনীতি। কামাল হাসানের সঙ্গে কমপক্ষে একঘণ্টা রাজনৈতিক আলোচনা সারলেন অরবিন্দ কেজরিওয়াল। চেন্নাইয়ে দুজনের বৈঠক হয়। সেই উদ্দেশে এদিন সকালে চেন্নাই উড়ে যান আম আদমি পার্টি সুপ্রিমো।

চেন্নাইয়ে কেজরি-কামাল বৈঠক, তামিল রাজনীতিতে কি নতুন সমীকরণ

কামাল হাসান বেশ কিছুদিন ধরেই সক্রিয় রাজনীতিতে আসতে চেয়ে সুর চড়িয়েছেন। তামিলনাড়ুর আর এক সুপারস্টার রজনীকান্ত রাজনীতিতে এলে তাঁর সঙ্গে কাজ করতে চান বলেও জানিয়েছেন।

বেশ কিছুদিন ধরে তামিলনাড়ুতে ক্ষমতাসীন এআইএডিএমকে সরকারের কঠোর সমালোচনা করে চলেছেন কামাল হাসান। পাশাপাশি ডিএমকে নেতা এমকে স্তালিনের সঙ্গে গিয়েও দেখা করে এসেছেন। অন্যদিকে কেরলের পিনারাই বিজয়নের সরকারের বর্ষপূর্তিতে অভিনন্দনও জানিয়েছেন।

রাজনৈতিক মহলে জল্পনা উসকে এবাহর কেজরিওয়ালের সঙ্গেও বৈঠক সেরে ফেললেন কামাল। যা দেখে অনেকে মনে করছেন, হয় তিনি নিজের রাজনৈতিক দল তৈরি করে রাজনীতিতে নামবেন, অথবা কেজরির দলে ভিড়ে যাবেন। কারণ দুর্নীতি সহ একাধিক বিষয়ে রাজনৈতিক আলোচনা করেছে কামাল-কেজরি।

তারপরই সাংবাদিক সম্মেলন করেছেন কামাল হাসান ও অরবিন্দ কেজরিওয়াল। কামাল হাসান জানিয়েছেন, দুর্নীতি সহ একাধিক ইস্যুতে আমাদের কথা হয়েছে। কেজরি আমার সঙ্গে দেখা করায় আমি খুশি। এদিকে কেজরি বলেছেন, আগামিদিনেও আমরা আলোচনা করব। কামাল হাসানের অবশ্যই রাজনীতিতে যোগ দেওয়া উচিত। যা দেখে রাজনৈতিক মহলের বক্তব্য, কেজরি যেমন দক্ষিণে ডালপালা মেলার চেষ্টা করছেন, তেমনই কামাল হাসানও কেজরিকে ধরে রাজনীতির অলিন্দে হাঁটার চেষ্টা শুরু করে দিলেন।

English summary
Kamal Haasan-Arvind Kejriwal meet together in Chennai, discussed on politics and corruption
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X