For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে মন্তব্য করে ফের শোরগোল বাঁধালেন কেআরকে!

ইউটিউবে একটি ভিডিও ছেড়েছেন বিতর্কিত অভিনেতা কেআরকে। তাতে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটিতে করা সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে বলা যায় একেবারে বিশ্লেষণ করেছেন তিনি।

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৮ অক্টোবর : বিতর্কিত মন্তব্য করতে বলিউডে একেবারে পয়লা নম্বর সারিতে রয়েছেন অভিনেতা কমল রশিদ খান ওরফে কেআরকে। তিনি ক'টি সিনেমায় অভিনয় করেছেন তা হাতে গুনে বলা যাবে, তবে কতগুলি বিতর্ক তৈরি হয়েছে তাঁর আগবাড়িয়ে করা মন্তব্যের জন্য তা বেহিসেবি। [এই মুহূর্তে ভারত-পাক পরমাণু যুদ্ধ বাঁধলে কী ক্ষতির মুখে পড়বে গোটা বিশ্ব!]

প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকর সার্জিক্যাল স্ট্রাইকের জন্য সেনাদের যেমন কৃতিত্ব দিয়েছেন তেমনই আরএসএসের শিক্ষাকেও উদ্ধৃত করেছেন। আর এই নিয়েই সন্দেহ প্রকাশ করেছেন কেআরকে। [ভারত সার্জিক্যাল অ্যাটাক করেছে, প্রমাণ দিলেন খোদ পাকিস্তান পুলিশের এসপি]

সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে মন্তব্য করে ফের বিতর্কে কেআরকে!

ইউটিউবে একটি ভিডিও ছেড়েছেন এই বিতর্কিত অভিনেতা। তাতে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটিতে করা সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে বলা যায় একেবারে বিশ্লেষণ করেছেন কেআরকে। [কীভাবে পাকিস্তানে ঢুকে হামলা চালাল ভারতীয় সেনা, জেনে নিন]

তাঁর বক্তব্য, প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের পরই এটা পরিষ্কার যে এটা 'পলিটিক্যাল স্ট্রাইক' 'সার্জিক্যাল' নয়। নিজের টুইটে আপলোড করা ভিডিওতে এটা স্পষ্ট করে বলছেন এই বিতর্কিত অভিনেতা। [সার্জিক্যাল স্ট্রাইক কী? কীভাবে এটি সম্পন্ন করে ভারতীয় সেনা?]

প্রসঙ্গত, কেআরকে এমন এক অভিনেতা যাকে সিনেমার পর্দায় কম, স্যোশাল সাইটে বিতর্কিত মন্তব্য করতে বেশি দেখা যায়। ভারতীয় সেনা যে সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলছে তার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন কেআরকে। ঠিক যেভাবে পাকিস্তান এই সেনা অভিযানের বিরুদ্ধে সরব হয়েছে, ঠিক সেভাবেই।

বলা চলে একেবারে প্রতিবেশী দেশের পক্ষ্য নিয়ে কেআরকে বলছেন, যদি পাকিস্তান ঘটনার কথা অস্বীকার করে থাকে, তাহলে কেন সরকার বারবার সার্জিক্যাল অ্যাটাক হয়েছে বলে রব তুলছে। কেন্দ্র কি চায় পাকিস্তানও পাল্টা আমাদের উপরে হামলা করুক, পাল্টা প্রশ্ন ছুঁড়েছেন কেআরকে।

কেআরকে কেন্দ্রের মোদী সরকারকে ফের নিশানা করে জানিয়েছেন, সামনেই উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। তার আগে রাজনৈতিক ফায়দা তুলতেই সার্জিক্যাল স্ট্রাইকের রটনা রটানো হচ্ছে।

English summary
Kamaal R Khan’s review on Indian Army’s surgical strikes
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X