For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উদ্ধার হল কৈলাশ সত্যার্থীর চুরি হওয়া নোবেল 'রেপ্লিকা'

উদ্ধার হল নোবেলজয়ী সমাজসেবক কৈলাশ সত্যার্থীর বাড়ি থেকে চুরি যাওয়া নোবেলের 'রেপ্লিকা'টি। নোবেলের রেপ্লিকা ছা়ড়াও তাঁর বাড়ি থেকে চুরি হওয়া অন্যান্য দামী সামগ্রীও উদ্ধার করেছে নয়াদিল্লি পুলিশ।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১২ জানুয়ারি : উদ্ধার হল নোবেলজয়ী সমাজসেবক কৈলাশ সত্যার্থীর বাড়ি থেকে চুরি যাওয়া নোবেলের 'রেপ্লিকা'টি। নোবেলের রেপ্লিকা ছা়ড়াও তাঁর বাড়ি থেকে চুরি হওয়া অন্যান্য দামী সামগ্রীও উদ্ধার করেছে নয়াদিল্লি পুলিশ।

কৈলাস সত্যার্থীর নয়াদিল্লির বাসভবন থেকে নোবেলের 'রেপ্লিকা' চুরির ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। এর আগে চুরির পর পরই অভিযুক্ত এই ৩ সিঁধেল চোরকে ধরে ফেলে পুলিশ।

উদ্ধার হল কৈলাশ সত্যার্থীর চুরি হওয়া নোবেল 'রেপ্লিকা'

শিশুদের অধিকার বিষয়ক সমাজসেবী সত্যার্থীর নয়াদিল্লির বাসভবনের চুরির ঘটনার কিনারা করতে নয়াদিল্লির রাজ্য পুলিশের সঙ্গে যোগ দেয় ক্রাইম ব্রাঞ্চও। তারপরই ধরা পড়ে চোরদের একটি দল। ধৃতদের বিরুদ্দে নয়াদিল্লির অন্যান্য জায়াগাতেও চুরির ঘটনার অভিযোগ রয়েছে।

প্রসঙ্গত ,কিছুদিন আগেই কৈলাস সত্যার্থীর নয়াদিল্লির কালকাজি বাসভবন থেকে এই নোবেল খোয়া যায়। ২০১৪ সালে তিনি এই অনন্য সম্মানে ভূষিত হন। এরপর ২০১৫ সালে নোবেল পদক তিনি তুলে দেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাতে। বর্তমানে সত্যার্থীর আসল নোবেল পদকটি রাখা রয়েছে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে।

English summary
The high-profile case of theft at Nobel laureate Kailash Satyarthi's residence has been solved with the recovery of the replica of the Nobel Peace Prize and other stolen valuables.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X