For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তেলেঙ্গানায় গড় সামলালেন চন্দ্রশেখর, কংগ্রেস-বিজেপি-র টাফ ফাইট

পৃথক রাজ্য় হওয়ার পর এবার প্রথম লোকসভা ভোট অনুষ্ঠিত হয় তেলেঙ্গানায়। গতবারের থেকে একটি আসন কমলেও তুমুল বিজেপি হওয়ায় মাস্তুল কিন্তু কমবেশি অক্ষতই রয়েছে কে চন্দ্রশেখর রাওয়ের তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি

  • |
Google Oneindia Bengali News

পৃথক রাজ্য় হওয়ার পর এবার প্রথম লোকসভা ভোট অনুষ্ঠিত হয় তেলেঙ্গানায়। গতবারের থেকে একটি আসন কমলেও তুমুল বিজেপি হওয়ায় মাস্তুল কিন্তু কমবেশি অক্ষতই রয়েছে কে চন্দ্রশেখর রাওয়ের তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি বা টিআরএসের। যদিও তাদের কড়া টক্কর দিয়েছে বিজেপি ও কংগ্রেস।

তেলেঙ্গানায় গড় সামলালেন চন্দ্রশেখর, কংগ্রেস-বিজেপি-র টাফ ফাইট

গত বছর অবিভক্ত অন্ধ্রপ্রদেশের অংশ হিসেবে তেলেঙ্গানা থেকে ৯টি লোকসভা আসন জিতেছিল মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের দল। তেলেঙ্গানাকে স্বতন্ত্র রাজ্যের মর্যাদা দেওয়ার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া টিআরএস যে এ রাজ্যে শক্ত গাঁট, তা আগেই বুঝেছিল বিজেপি। তাই তেলেঙ্গানা পৃথক রাজ্য হতেই, সেখানে নিজেদের জমি শক্ত করতে ঘাঁটি গেড়ে বসেছিলেন অমিত শাহরা। জায়গা ছাড়তে রাজি হয়নি কংগ্রেসও।

লোকসভায় লড়াই যে ত্রিমুখী হতে চলেছে, তা আগেই আঁচ করেছিলেন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির নেতা কে চন্দ্রশেখর রাও। জমি অক্ষত রাখতেই বিরোধী জোটে নামও লিখিয়েছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। ছুটে এসছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। কিন্তু আচমকাই নিজের মত পাল্টিয়ে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক সঙ্গে দেখা করেন কে চন্দ্রশেখর রাও। এরপরই দুই দল কিছুটা হলেও একে অপরের কাছাকাছি আসে। সেক্ষেত্রে লোকসভা ভোটের আগে জোট না হলেও কেন্দ্রে এনডিএ সরকার গঠনের ক্ষেত্রে টিআরএস ভূমিকা নিতে পারে বলেই ধারণা রাজনৈতিক মহলের।

তেলেঙ্গানার ১৭টি লোকসভা আসনের ৮টিতে জয় প্রায় নিশ্চিত মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের টিআরএসের। ৪টি করে আসন জিততে চলেছে কংগ্রেস ও বিজেপি। এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসি জিততে চলেছেন বলেই খবর। দেশে জুড়ে বিপর্যয়ের মধ্যেই তেলেঙ্গানার ফল কিছুটা হলেও স্বস্তি দিয়েছে কংগ্রেসকে।

English summary
K Chandrashekhar Rao manage to survive in Telengana
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X