For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সচিন পাইলটকে কোণঠাসা করছেন গেহলট! জ্যোতিরাদিত্যের টুইট ঘিরে জল্পনা

সচিন পাইলটকে কোণঠাসা করছেন গেহলট! জ্যোতিরাদিত্যের টুইট ঘিরে জল্পনা

  • |
Google Oneindia Bengali News

রাজস্থানে সচিন পাইলট ও অশোক গেহলটের সংকট পৌঁছেছে দিল্লিতেও। একদিতে সচিন যখন কোণঠাসা অবস্থায় কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কথা বলার জন্য দিল্লিতে, সেই সময়, জয়পুরে বিধায়কদের বৈঠকও ডেকে দিয়েছেন অশোক গেহলট। কিন্তু সব কিছুকে চমকে দিয়ে গুঞ্জন তৈরি করেছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার টুইট।

জ্যোতিরাদিত্যের টুইট

জ্যোতিরাদিত্যের টুইট

টুইটে জ্যোতিরাদিত্য সচিন পাইলটকে প্রাক্তন সতীর্থ বলে উল্লেখ করেছেন। তাঁর অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। জ্যোতিরাদিত্য বলেছেন সচিনকে কোণঠাসা করছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। জাতীয় কংগ্রেস প্রতিভাকে মর্যাদা দিতে পারেনি বলেও মন্তব্য করেছেন তিনি।

জ্যোতিরাদিত্যের বিদ্রোহে সরকার পড়ে যায় মধ্যপ্রদেশে

জ্যোতিরাদিত্যের বিদ্রোহে সরকার পড়ে যায় মধ্যপ্রদেশে

প্রসঙ্গত উল্লেখযোগ্য জ্যোতিরাদিত্যের বিদ্রোহে মধ্যপ্রদেশের সরকার পড়ে যায়। পরে জ্যোতিরাদিত্য বিজেপিতে যোগ দেন।

প্রতিশ্রুতিমান নেতা বলা হত জ্যোতিরাদিত্য, সচিনকে

প্রতিশ্রুতিমান নেতা বলা হত জ্যোতিরাদিত্য, সচিনকে

জ্যোতিদিত্য ও সচিন পাইলটকে কংগ্রেসের প্রতিশ্রুতিমান নেতা বলা হত। বিশেষ করে বর্তমান প্রজন্মের নেতাদের মধ্যে। কংগ্রেসের বৃদ্ধতন্ত্রে বেমানান বলেও মন্তব্য করেছেন অনেকে।

বিধানসভায় কংগ্রেসের অবস্থান

বিধানসভায় কংগ্রেসের অবস্থান

২০০ আসনের বিধানসভায় কংগ্রেসের সদস্য সংখ্যা ১০৬ জন। ১৩ জন নির্দল বিধায়কের মধ্যে ১২ জন কংগ্রেসকে সমর্থন করছে। রবিবার ৩ জন সমর্থন প্রত্যাহারের কথা জানিয়েছেন বলে জানা গিয়েছে। ২ উপজাতি বিধায়ক এবং ১ রাষ্ট্রীয় জনতা দল বিধায়ক কংগ্রেসকে সমর্থন করছে। ২ সিপিএম বিধায়কও বাইরে থেকে গেহলট সরকারকে সমর্থন করছে। অন্যদিকে বিজেপির সদস্য সংখ্যা ৭২ জন। কংগ্রেস জোট সরকারের আসম সংখ্যা বিরোধী বিজেপির থেকে ৪৮ বেশি।

১২ বিধায়ক নিয়ে দিল্লিতে সচিন পাইলট, জয়পুরে বৈঠক ডাকলেন অশোক গেহলট১২ বিধায়ক নিয়ে দিল্লিতে সচিন পাইলট, জয়পুরে বৈঠক ডাকলেন অশোক গেহলট

English summary
Jyotiraditya Scindia tweets in support of Sachin Pilot, says he getting sidelined by Gehlot
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X