For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জ্যোতিরাদিত্য কি এবার মোদীর মন্ত্রিসভাতেও থাকছেন! রাজ্যসভার টিকিট ঘিরে নয়া জল্পনা

জ্যোতিরাদিত্য কি এবার মোদীর মন্ত্রিসভাতেও! রাজ্যসভার টিকিট ঘিরে নয়া জল্পনা

  • |
Google Oneindia Bengali News

হোলির দিন ভারতীয় রাজনীতি তোলপাড় হয়েছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে ঘিরে। মধ্যপ্রদেশের গোয়ালিয়ারের সিন্ধিয়া রাজবংশের সন্তান জ্যোতিরাদিত্য একাই কার্যত কমলনাথ সরকারকে টালমাটাল পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছেন। আর খানিকক্ষমের মধ্যেই তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে খবর। তার আগে , জ্যোতিরাদিত্যকে নিয়ে উঠে আসছে আরও বেশ কিছু খবর।

 রাজ্যসভায় জ্যোতিরাদিত্যর টিকিট!

রাজ্যসভায় জ্যোতিরাদিত্যর টিকিট!

সূত্রের দাবি, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভায় বিজেপির সাংসদ হিসাবে প্রার্থী হতে চলেছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। আর সেই বিষয়টি নিশ্চিত হতেই জ্যোতিরাদিত্য আজ দিল্লিতে নরেন্দ্র মোদী ও অমিত শাহের সঙ্গে দেখা করেন। এরপরই কংগ্রেস ছেড়ে তিনি সোনিয়ার কাছে ইস্তফাপত্র জমা দেন।

মোদী মন্ত্রিসভায় জ্যোতিরাদিত্য

মোদী মন্ত্রিসভায় জ্যোতিরাদিত্য

মোদী মন্ত্রিসভায়ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার যোগ দেওয়ার কথা। জল্পনার রয়েছে অই তথ্য ঘিরেও। জানা গিয়েছে, মোদী মন্ত্রিসভায় জ্যোতিরাদিত্যর অন্তর্ভূক্তি নিয়ে এদিন মোদী-সিন্ধিয়া বৈঠক হয়েছে বলে খবর। ফলে খুব শিগগিরিই মোদীর মন্ত্রিসভায় জ্যোতিরাদিত্যকে দেখা যাবে বলে মনে করা হচ্ছে বিজেপি শিবিরের তরফে।

মধ্যপ্রদেশে বিজেপি শিবিরে কী চলেছে?

মধ্যপ্রদেশে বিজেপি শিবিরে কী চলেছে?

এদিকে, দিল্লি রাজনীতিতে যখন জ্যোতিরাদিত্য একাই তোলপাড় ফেলে দিয়েছেন, তখন মধ্যপ্রদেশে ফের একবার বিজেপি সরকার গঠনের দিকে এগিয়ে চলেছে। আর তার জন্য এদিন শিবরাজ সিং চৌহানকে বিজেপির পরিষদীয় দলের নেতা হিসাবে বেছে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

সচিন পাইলটের মেসেজ সিন্ধিয়াকে!

সচিন পাইলটের মেসেজ সিন্ধিয়াকে!

রাজস্থানে কংগ্রেসের আরও এক তরুণ তুর্কী সচিন পাইলটও এদিন জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন। উল্লেখ্য, এদিন সকাল থেকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে ফোনে পাওয়া যাচ্ছিল না। এমন সময় সচিন ফোনে জ্যোতিরাদিত্যকে ফোন করেন। ফোনে না পেয়ে মেসেজও করেন সচিন। তবে সচিনের মেসেজে র কোনও প্রত্যুত্তর জ্যোতিরাদিত্য দেননি বলে খবর।

১৯ জন কংগ্রেস বিধায়কের বিজেপিতে যোগ দেওয়ার বার্তা

১৯ জন কংগ্রেস বিধায়কের বিজেপিতে যোগ দেওয়ার বার্তা

এদিকে ,দিল্লিতে যখন কংগ্রেস ছেড়ে বিজেপির দিকে ঝুঁকেছেন জ্যোতিরাদিত্য, তখন বেঙ্গালুরুতে কংগ্রেসের ১৪ জন বিধায়ক বিজেপিতে যোগদানের দিকে এগিয়ে যাচ্ছেন। এমনই তথ্য উঠে আসছে। সবমিলিয়ে পরিস্থিতি সরগরম হয়ে উঠছে দিল্লির রাজনীতিতে।

English summary
Jyotiraditya Scindia likely to be minister in Modi Cabinet.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X