বিশেষভাবে সক্ষম শিশুকে ফ্লাইটে উঠতে বাধা ইন্ডিগো-র ঘটনার তদন্তে খোদ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
বিশেষভাবে সক্ষম এক শিশুকে বিমানে চড়তে দেওয়া হয়নি। এই ঘটনার জেরে শনিবার থেকেই উত্তাল সোশ্যাল মিডিয়া। ঘটনার জের এতটাই যে এবার বিমানসংস্থা ইন্ডিগোর এই ঘটনার তদন্তে নামলেন দেশের বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

কী ঘটেছে ঘটনা?
জানা গিয়েছে, শনিবার রাঁচি থেকে হায়দরাবাদগামী একটি ইন্ডিগো বিমানে উঠতে দেওয়া হয়নি বিশেষভাবে সক্ষম এক শিশুকে। শিশুর বাবা-মাকেও উঠতে দেওয়া হয়নি বিমানে। ইন্ডিগো জানিয়েছে, শিশুটি উদ্বিগ্ন অবস্থায় থাকায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে। ইন্ডিগোর এই ব্যবহারের জন্য রীতিমতো ক্ষুব্ধ হন বাকি যাত্রীরা। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার কথা পোস্ট করেন সহযাত্রীরা। যথারীতি ভাইরাল হয় শিশুটির ছবি, ভিডিও।

ঘটনার তদন্তে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া!
ভাইরাল ঘটনা পৌঁছোয় কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কানে৷ সোমবার তিনি ট্যুইটারে লেখেন, 'এই ধরনের ব্যবহার মোটেই বরদাস্ত করা হবে না৷ কোনও মানুষকে যেন এই পরিস্থিতির মধ্যে দিয়ে না যেতে হয়। আমি গোটা বিষয়টা খতিয়ে দেখছি৷ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।' ডিজিসিআই (ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন) প্রধান পিটিআইকে জানিয়েছেন, গোটা ঘটনার রিপোর্ট চাওয়া হয়েছে৷

টুইটার থেকেই প্রকাশ্যে এসেছে ঘটনা!
শনিবার মনীষা গুপ্তার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে ঘটনাটি প্রকাশ্যে আসে৷ তিনি জানিয়েছেন, রাঁচি বিমানবন্দরে বিশেষভাবে সক্ষম শিশুটি অস্বস্তিতে ভুগছিল। বিমানবন্দর অবধি যাত্রা, নিরাপত্তা কর্মীদের চেকিং তাকে অস্থির করে তুলেছিল। বাবা-মা অবশ্য জানতেন, কীভাবে সামলাতে হবে। জড়িয়ে ধরে শিশুটিকে শান্ত করা হয়। বোর্ডিংয়ের সময় শিশুটিকে খাওয়ানো এবং ওষুধ দেওয়া হয়ে গিয়েছিল। তবু অশান্ত হয়ে গিয়েছিল সে। এরপরেই আমরা দেখলাম ক্ষমতার অপপ্রয়োগ। ইন্ডিগোর কর্মীরা সটান বলে দিলেন, শিশুটিকে বিমানে উঠতে দেওয়া যাবে না। কারন তাতে অন্যান্য যাত্রীদের ঝুঁকি থাকতে পারে৷ ম্যানেজার এসে বললেন এই ধরনের ব্যবহার বিমানযাত্রার অনুপযুক্ত৷

যাত্রীদের অনুরোধেও হয়নি কাজ!
জানা গিয়েছে বহু যাত্রী ইন্ডিগো কর্মীদের অনুরোধ করেন সিদ্ধান্ত বদলে নিতে৷ শিশুটি যাতে যাত্রার অনুমতি পায় তারজন্য বহু সংবাদ প্রতিবেদন, সুপ্রিম কোর্টের নির্দেশও দেখানো হয় তাদের। এমনকি, কিছু চিকিৎসকও ছিলেন বিমানে। তারা প্রতিশ্রুতি দেন, মাঝ আকাশে শিশুটির কোনও শারীরিক সমস্যা হলে তাঁরা সাহায্য করবেন। তবু বিমান সংস্থার কর্মীরা নিজেদের অবস্থান থেকে সরে আসেননি!
নোবেল চুরি করেছে তৃণমূল কংগ্রেস, বিস্ফোরক দাবি রাহুলের! কড়া 'প্রত্যাঘাত' তৃণমূলের