For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভায় ষষ্ঠ দফার ভোটে ধনীতম কে, জ্যোতিরাদিত্য ও গাম্ভীরের সম্পদ নজরকাড়া

দেশে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনে সবথেকে ধনী প্রার্থী হলেন কংগ্রেসের জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং বিজেপির গৌতম গম্ভীর। আগামী ১২ মে লোকসভা নির্বাচনে তাঁরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Google Oneindia Bengali News

দেশে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনে সবথেকে ধনী প্রার্থী হলেন কংগ্রেসের জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং বিজেপির গৌতম গম্ভীর। আগামী ১২ মে লোকসভা নির্বাচনে তাঁরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের সম্পত্তির পরিমাণ চমকে দেওয়ার মতো। উল্লেখ্য, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুণাহ থেকে প্রার্থী হয়েছেন, গৌতম গাম্ভীর প্রার্থী হয়েছেন পূর্ব দিল্লি আসন থেকে।

লোকসভায় ষষ্ঠ দফার ভোটে ধনীতম কে, জ্যোতিরাদিত্য ও গাম্ভীরের সম্পদ নজরকাড়া

তাঁর নির্বাচন কমিশনে নিজেদের স্থাবর-অস্থাবর যে সম্পত্তি পরিমাণ দেখিয়েছেন, তার ভিত্তিতেই ষষ্ঠ দফা নির্বাচনে সবথেকে সম্পদশালী প্রার্থী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তাঁর সম্পদের পরিমাণ ৩৭৪ কোটি। পশ্চিম উত্তর প্রদেশ কংগ্রেসের ভারপ্রাপ্ত এই নেতা হলফনামায় জানিয়েছেন তাঁর স্থাবর সম্পদ রয়েছে ৪৫ কোটি ৫৮ লক্ষ ২৪৫ টাকার। আর ৩২৮ কোটি, ৯৮ লক্ষ ১৮ হাজার ৫০০ টাকার অস্থাবর সম্পদ রয়েছে।

[আরও পড়ুন:একের পর এক সভায় হানা! রাস্তার ষাঁড় গুঁতোলে মামলা হোক মুখ্যমন্ত্রীর নামে, নিদান বিরোধী নেতার][আরও পড়ুন:একের পর এক সভায় হানা! রাস্তার ষাঁড় গুঁতোলে মামলা হোক মুখ্যমন্ত্রীর নামে, নিদান বিরোধী নেতার]

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন গৌতম গম্ভীর। তিনি বিজেপির টিকিটে পূর্ব দিল্লি থেকে লড়ছেন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৪৭ কোটি টাকা। তার মধ্যে ১১৯ কোটি ১৫ লক্ষ ৮৭ হাজার ৭৮৯ টাকার স্থাবর সম্পত্তি ও ২৮ কোটি টাকার অস্থাবর সম্পদ রয়েছে।

[আরও পড়ুন:সিপিএম-কংগ্রেসের লড়াই অস্তাচলে, তৃণমূল বনাম বিজেপি যুদ্ধে ফিরে দেখা শ্রীরামপুর][আরও পড়ুন:সিপিএম-কংগ্রেসের লড়াই অস্তাচলে, তৃণমূল বনাম বিজেপি যুদ্ধে ফিরে দেখা শ্রীরামপুর]

এছাড়াও আইএনএলডি প্রার্থী বীরেন্দ্র রানা এই পর্যায়ের তৃতীয় ধনী প্রার্থী। তাঁর সম্পত্তির পরিমাণ ১০২ কোটি টাকা। ষষ্ঠ দফায় প্রতিদ্বন্দ্বিতা করা ৯৭৯ জন প্রার্থী মধ্যে ৯৬৭ জন প্রার্থীর সম্পত্তি বিশ্লেষণ করা হয়েছে। এই দফায় প্রার্থীর গড় সম্পদ ৩ কোটি ৪১ লক্ষ।

[আরও পড়ুন:পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০১৯-এর সব রকমের আপডেট পেতে ক্লিক করুন এই লিঙ্কে]

English summary
Jyotiraditya Scindia and Goutam Gambhir are richest candidate in sixth phase of Lok Sabha. ADR says this in a report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X