For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ পরিবারের অলিন্দ থেকে রাজনীতির ময়দানে, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কেরিয়ার একনজরে

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ১৯৭১ সালের ১ জানুয়ারি বম্বেতে জন্মেছেন।

  • |
Google Oneindia Bengali News

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের যুব কংগ্রেস নেতৃত্বদের মধ্যে সবচেয়ে এগিয়ে। মধ্যপ্রদেশ থেকে সাংসদ হওয়া এই যুব নেতা ১৯৭১ সালের ১ জানুয়ারি বম্বেতে জন্মেছেন। মধ্যপ্রদেশে তো বটেই, কেন্দ্রীয় রাজনীতিতেও কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুভার যে কয়েকজনের কাঁধে রয়েছে, জ্যোতিরাদিত্য তাঁদের অন্যতম।

রাজ পরিবারের অলিন্দ রাজনীতির ময়দানে, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কেরিয়ার একনজরে

মনমোহন সিংয়ের সরকারে তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও ছিলেন। গোয়ালিয়র রাজবংশের এই উত্তরাধিকারী গুনা কেন্দ্র থেকে লোকসভায় নির্বাচিত হয়েছেন।

জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বাবা মাধবরাও সিন্ধিয়া ও মা মাধবী রাজে সিন্ধিয়া। তিনি পড়াশোনা করেছেন দেরাদুনের দুন স্কুলে। পরে ১৯৯৩ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক হন। ২০০১ সালে স্ট্যান্ডফোর্ড গ্র্য়াজুয়েট স্কুল অব বিজনেস থেকে এমবিএ করেন।

[আরও পড়ুন:এনিয়ে তৃতীয়বার মুখ্যমন্ত্রীত্বের পথে! অশোক গেহলট বৃত্তান্ত][আরও পড়ুন:এনিয়ে তৃতীয়বার মুখ্যমন্ত্রীত্বের পথে! অশোক গেহলট বৃত্তান্ত]

১৯৪৭ সালের স্বাধীনতার আন্দোলনে ভাগ নেওয়া গোয়ালিয়রের মহারাজা জীবাজিরাও সিন্ধিয়ার নাতি হলেন জ্যোতিরাদিত্য। তিনি বরোদার গায়েকওয়াড় পরিবারের প্রিয়দর্শিনী রাজে সিন্ধিয়াকে বিবাহ করেছেন।

[আরও পড়ুন:রাজস্থানের মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার! টিম রাহুলের সদস্য, তরুণ তুর্কি সচিন ][আরও পড়ুন:রাজস্থানের মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার! টিম রাহুলের সদস্য, তরুণ তুর্কি সচিন ]

২০০২ সালে গুনা কেন্দ্র থেকে উপনির্বাচনে জিতে লোকসভায় যান জ্যোতিরাদিত্য। ২০০৪ সালে পুনরায় তিনি নির্বাচিত হন। ২০০৭ সালে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হন। ২০০৯ সালে ফের জিতে প্রতিমন্ত্রী হন।

[আরও পড়ুন:রাহুলের ভরসা অভিজ্ঞতাতেই, মধ্যপ্রদেশের মসনদে বসার আগে এক ঝলকে কমলনাথ][আরও পড়ুন:রাহুলের ভরসা অভিজ্ঞতাতেই, মধ্যপ্রদেশের মসনদে বসার আগে এক ঝলকে কমলনাথ]

English summary
Jyotiraditya Madhavrao Scindia's political career at a glance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X