For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পিসি-ভাইপোর কম্বিনেশন ভালোই জমবে', জ্যোতিরাদিত্য বিজেপিতে যোগ দিতেই যশোধরা কী বললেন

'পিসি-ভাইপোর কম্বিনেশন ভালোই জমবে', জ্যোতিরাদিত্য বিজেপিতে যোগ দিতেই যশোধরা কী বললেন

  • |
Google Oneindia Bengali News

'রাজমাতা সিন্ধিয়ার গোটা পরিবার আমাদের সঙ্গে..' এভাবেই এদিন জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বিজেপিতে যোগদানকে স্বাগত জানিয়েছেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান। বিজেপির তরফে শিবরাজ সিংয়ের নেতৃত্বেই আগামী দিনে মধ্যপ্রদেশ সরকার গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে, ভাইপো জ্যোতিরাদিত্যর বিজেপিতে যোগদানকে স্বাগ জানিয়ে বার্তা দেন পিসি যশোধরা।

 যশোধরার প্রতিক্রিয়া

যশোধরার প্রতিক্রিয়া

' খুব খুশি আজ আমি। সরকার গঠন হবে শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে। আমি খুশি যে ওঁর নেতৃত্বে আমি কাজ করেছি। আমি জানি মানুষের জন্য কত ভালো ভালো স্কিম আনা হয়েছে। আর আজ সেসব নেই। আমি শুভেচ্ছা জানাব আমার ভাইপোকে। আশা করি আমাদের পিসি-ভাইপো কম্বিনেশন ভালোই জমবে।' এমন বক্তব্য রাখেন জ্যোতিরাদিত্যর পিসি তথা সিন্ধিয়া রাজ বংশের কন্যা যশোধরা । উল্লেখ্য, এককালে বিজেপির বিধায়ক হিসাবে মধ্যপ্রদেশে তিনি মন্ত্রী পদে আসীন ছিলেন।

 বসুন্ধরার প্রতিক্রিয়া

বসুন্ধরার প্রতিক্রিয়া

এদিকে জ্যোতিরাদিত্যর আরও এক পিসি বসুন্ধরা রাজে টুইটে লেখেন, 'এবার এক টিমে কাজ করব আমরা। রাজমাতা সাহাব আজ জীবীত থাকলে তিনিও ভীষণ খুশি হতেন। দেশকে সবার আগে রাখার জন্য রাজমাতা খুব খুশি হতেন। এই সিদ্ধান্তের জন্য যে সাহস এবং শক্তি তুমি দেখিয়েছ তাকে সম্মান জানাই। '

'মহারাজ শিবরাজ এক জোট'

'মহারাজ শিবরাজ এক জোট'

এদিন , বিজেপির তরফে মুখ্যমন্ত্রী পদের দাবিদার শিবরাজ সিং চৌহান এদিন বলেন, যেহেতের রাজমাতা সিন্ধিয়ার গোটা পরিবারই এবার বিজেপির সঙ্গে তাই এবার ,মহারাজ-শিবরাজ জুটি হবে মধ্যপ্রদেশে। এক্ষেত্রে জ্যোতিরাদিত্যকে 'মহারাজ' বলে আখ্যা দেন তিনি।

 বিজেপিতে মানুষের সেবার মাধ্যমই হল রাজনীতি

বিজেপিতে মানুষের সেবার মাধ্যমই হল রাজনীতি

এদিন দিল্লিতে যখন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সম্পর্কে জেপি নাড্ডা বলছিলেন, তখন তিনি পাশে বসা সিন্ধিয়া রাজবংশের সন্তানকে জানান, বিজেপি এমন একটি দল যেখানে গণতন্ত্র রয়েছে। খুলে যে কেউই কথা বলতে পারে মত প্রকাশও করতে পারে। আর সেই সুরেই মধ্যপ্রদেশ থেকেও শিবরাজ সিং চৌহান বলেন, মানুষের সেবার জন্যই রাজনীতি করে বিজেপি।

জ্যোতিরাদিত্য কী বলেছেন?

জ্যোতিরাদিত্য কী বলেছেন?

এর আগে বিজেপিতে যোগ দিয়ে জ্যোতিরাদিত্য বলেন, যে কংগ্রেসে তিনি মন খুলে কাজ করতে পরছিলেন না। সেখানে যুব নেতাদের সুযোগ দেওয়া হয়না। আর সেই প্রসঙ্গেই বিজেপিতে গণতন্ত্র রয়েছে বলে দাবি করে জ্যোতিরাদিত্যকে বার্তা দেন জেপি নাড্ডা।

English summary
Jyotiraditya Joins BJP,aunt Yashodhara says, we'll have a good aunt-nephew combination .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X