For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জোট ভাঙলেন বাবুলাল মারান্ডি, ঝাড়খণ্ডে ৮১টি আসনে একাই প্রার্থী দেবে জেভিএম(পি)

লোকসভা ভোটের আগে করা জোট আর দীর্ঘস্থায়ী হল না ঝাড়খণ্ডে। আসন দখলে রাখতে জোট থেকে বেরিয়ে এলেন বাবুলাল মারান্ডি।

Google Oneindia Bengali News

লোকসভা ভোটের আগে করা জোট আর দীর্ঘস্থায়ী হল না ঝাড়খণ্ডে। আসন দখলে রাখতে জোট থেকে বেরিয়ে এলেন বাবুলাল মারান্ডি। জোট ভেঙে একাই লড়বে বাবুলাল মারান্ডির দল ঝাড়খণ্ড বিকাশ মোর্চা (প্রজাতান্ত্রিক)। রাজ্যের ৮১টি আসনে একাই লড়বে তার দল। এমনই ঘোষণা করেছেন বাবুলাল মারান্ডি।

জোট ভাঙল জেভিএম(পি)

জোট ভাঙল জেভিএম(পি)

লোকসভা ভোটের আগে কংগ্রেসের মহাজোটে সামিল হয়েছিল ঝাড়খণ্ড বিকাশ মোর্চা(প্রজাতান্ত্রিক)। বিধানসভা ভোটের দামামা বাজতেই শুরু হয়ে গিয়েছে আসন ভগাভাগি নিয়ে জল্পনা। শক্তি প্রদর্শনে বিধানসভা ভোটে আর কোনও রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকতে রাজি নন বাবুলাল মারান্ডি। রাজনৈতিক সমীকরণ মেনেই জোট থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।

 লোকসভা ভোটে মহাজোটের অংশ ছিল জেভিএম(পি)

লোকসভা ভোটে মহাজোটের অংশ ছিল জেভিএম(পি)

লোকসভা ভোেট বিজেপিকে টক্কর দিতে তৈরি হয়েছিল মহাজোট। সেই মহাজোটে কংগ্রেসের সঙ্গে িছল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, রাষ্ট্রীয় জনতা দল এবং জেভিএম(পি)। কিন্তু লোকসভা ভোটের পর এই জোট বহাল থাকবে কিনা তা নিয়ে কোনও আগ্রহ দেখায় জোটের অন্য রাজনৈতিক দলগুলি। প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি জানিয়েছেন, এই নিয়ে তিনি বহুবার আলোচনায় বলতে চেয়েছেন কিন্তু জোটের অন্য রাজনৈতিক দলগুলি তেমন আগ্রহ দেখায়নি।
তাই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দলীয় নেতাদে নিয়ে ৫ ও ৬ নভেম্বর আলোচনায় বসতে চলেছেন তিনি।

ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা ঝাড়খণ্ডে

ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা ঝাড়খণ্ডে

লোকসভা ভোটে ঠিক হয়েছিল মহাজোটে কংগ্রেস সিংহভাগ আসনে লড়বে আর বিধানসভা ভোটে ঠিক উল্টোটা হবে। কিন্তু তার কোনও কিছুই এখনও পর্যন্ত স্পষ্ট নয়। জোট ভেঙে যাওয়ার পূর্ণ সম্ভাবনা তৈরি হয়েছে। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে ঝাড়খণ্ডে ত্রিমুখী লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত হচ্ছে। আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ঝাড়খণ্ডে বিধানসভা ভোট। চলবে ডিসেম্বরের ২০ তারিখ পর্যন্ত। লোকসভা ভোটে ঠিক হয়েছিল মহাজোটে কংগ্রেস সিংহভাগ আসনে লড়বে আর বিধানসভা ভোটে ঠিক উল্টোটা হবে। কিন্তু তার কোনও কিছুই এখনও পর্যন্ত স্পষ্ট নয়। জোট ভেঙে যাওয়ার পূর্ণ সম্ভাবনা তৈরি হয়েছে। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে ঝাড়খণ্ডে ত্রিমুখী লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত হচ্ছে। আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ঝাড়খণ্ডে বিধানসভা ভোট। চলবে ডিসেম্বরের ২০ তারিখ পর্যন্ত।

English summary
JVM(P) chief announced breaking away from the pre-Lok Sabha poll opposition alliance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X