For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্ট্যান স্বামীর ‘প্রশংসা’ করে বিপাকে বিচারপতি শিন্ডে, এনআই-র চাপে বাধ্য হলেন ‘ক্ষমা’ চাইতে

স্ট্যান স্বামীর ‘প্রশংসা’ করে বিপাকে বিচারপতি শিন্ডে, এনআই-র চাপে বাধ্য হলেন ‘ক্ষমা’ চাইতে

  • |
Google Oneindia Bengali News

যে আদালতে একাধিকবার জামিনের আবেদন করেও কাটেনি ভারতের বিখ্যাত আদিবাসী অধিকার কর্মী স্ট্যান স্বামীর বন্দিদশা, সেই বোম্বে হাইকোর্টের বিচারপতিদের কয়েকদিন আগে মানবিক রূপ দেখেছিল গোটা দেশ। এমনকী ভীমা কোরেগাঁও মামলার বাকি বন্দিদের ভবিষ্যত নিয়েও উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় হাইকোর্টকে। পাশাপাশি মৃত্যুর পরে স্ট্যান স্বামীকে 'দুর্দান্ত মানুষ’ বলেও সম্মান জানাতে দেখা যায় বিচারপতিদের। কিন্তু সেই বক্তব্যের জেরে এবার এনআইএ-র রোষের মুখে পড়লেন বিচারপতি এস এস শিন্ডে।

স্ট্যান স্বামীর ‘প্রশংসা’ করে বিপাকে বিচারপতি শিন্ডে, এনআই-র চাপে বাধ্য হলেন ‘ক্ষমা’ চাইতে

প্রসঙ্গত উল্লেখ্য, ভীমা কোরেগাঁও-এলগার পরিষদ মামলায় মাওবাদী যোগের অভিযোগে গ্রেফতারির পরে বোম্বে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন স্ট্যান স্বামী। সেই মামলারই মরণোত্তর শুনানিতেই কিছুদিন আগে বিচারপতি এস এস শিন্ডেকে বলতে শোনা যায়, “দুর্দান্ত মানুষ ছিলেন তিনি। সমাজের জন্য উনি যা করেছেন তা ভোলার নয়।আইনত তাঁর বিরুদ্ধে যা অভিযোগ রয়েছে তা অন্য বিষয়, কিন্তপু তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে।”

আর এই মন্তব্যের পরেই শুক্রবার ক্ষোভে ফেটে পড়েন জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ-র অতিরিক্ত সলিসিটার জেনারেল (এএসজি) অনিল সিং। শুক্রবার তিনি ফের দাবি করেন একজন 'অপরাধীর’ সম্পর্কে খোদ বিচারপতির এই মন্তব্য সমাজে ভুল বার্তা দেবে। এমনকী তদন্তকারী অফিসারদের নৈতিকতার প্রতিও এটা বড়সড় আঘাত। যদিও তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিচারপতি শিন্ডেও পাল্টা জানান, বিচারপতিরাও মানুষ। তাদেরও মন রয়েছে। ৫ জুলাই স্বামীর আচমকা মৃত্যু সকলকেই নাড়িয়ে দিয়েছে।

আর এরপরেই বিচারপতি শিন্ডেকে বলতে শোনা যায়, “যতক্ষণ না এর সাথে আইন সম্পর্কিত কিছু জড়িয়ে যাচ্ছে এটা আলাদা বিষয়। আমার কথা যদি ব্যক্তিগত ভাবাবেগে আঘাত করে থাকে তবে আমি দুঃখিত। আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি। ভারসাম্য বজায় রাখাতেই আমরা সর্বদা চেষ্টা করে থাকি। আচমকা মন্তব্য করা আমাদের কাজ নয়। কিন্তু দিনের শেষে আমরাও মানুষ। আমাদের মধ্যেও আবেগ-অনুভূতি কাজ করে থাকে।”

English summary
justice shinde in problem after praising stan swamy was forced to apologize under the pressure of nia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X