For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি এসএ বোবদে, সিলমোহর রাষ্ট্রপতির

সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি এসএ বোবদে, সিলমোহর রাষ্ট্রপতির

Google Oneindia Bengali News

রঞ্জন গগৈয়ের পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে চলেছেন বিচারপতি শরদ অরবিন্দ বোবদে। ১৮ নভেম্বর শপথ গ্রহন করবেন তিনি। ১৭ নভেম্বর রঞ্জন গগৈয়ের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। সুপ্রিম কোর্টে রঞ্জন গগৈয়ের পরেই প্রবীণ এবং অভিজ্ঞ বিচারপতিদের তালিকার শীর্ষে রয়েছেন তিনি।

সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি এসএ বোবদে, সিলমোহর রাষ্ট্রপতির

এসএ বোবদে (৬৩) মধ্য প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। মহারাষ্ট্রের জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদেও রয়েছেন তিনি। ২০২১ সালের ২৩ এপ্রিল তাঁর অবসর নেওয়ার কথা। নাগপুরের বাসিন্দা বিচারপতি বোবদে।

নাগপুর আইন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন তিনি। ২০০০ সালে বম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি পদে নিযুক্ত হয়েছিলেন তিনি। ২০১২ সালে মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধানবিচারপতি পদে নিযুক্ত হন। ২০১৩ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে নিযুক্ত হন।

অক্টোবরেই বিচারপতি বোবদেকে প্রধান বিচারপতি পদে নিযুক্ত করার জন্য কেন্দ্রের কাছে অনুরোধ জানিয়েছিলেন তিনি। রাষ্ট্রপতি অবশেষে সেই নামে সিলমোহর দেন। বিচারপতি রঞ্জন গগৈ সুপ্রিম কোর্টের ৪৬তম প্রধান বিচারপতি। ২০১৮ সালের ৩ অক্টোবর তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হয়েছিলেন। তাঁর নেতৃত্বাধীন বেঞ্চেই সম্পন্ন হয়েছে অযোধ্যা মামলার শুনানি।

প্রধান বিচারপতি পদে বসতে চলা এসএ বোবদের জীবনী এক নজরেপ্রধান বিচারপতি পদে বসতে চলা এসএ বোবদের জীবনী এক নজরে

English summary
Justice Sharad Arvind Bobde as the next Chief Justice of the Supreme Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X