For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিচারপতি লোয়ার মৃত্যু নিয়ে গুরুতর সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

২০১৪ সালে প্রয়াত সিবিআইয়ের বিচারক বিএইচ লোয়ার মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসল সুপ্রিম কোর্ট

  • |
Google Oneindia Bengali News

২০১৪ সালে প্রয়াত সিবিআইয়ের বিচারপতি বিএইচ লোয়ার মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসল সুপ্রিম কোর্ট। সমস্ত অভিযোগে গুরুত্ব দেওয়ার আগে এই মৃত্যু সংক্রান্ত সমস্ত নথি খতিয়ে দেখতে চাইছে শীর্ষ আদালত। বম্বে হাইকোর্টে লোয়ার মৃত্যু মামলার দুটি শুনানি ছিল। তা এবার সুপ্রিম কোর্টে শোনা হবে।

বিচারপতি লোয়ার মৃত্যু নিয়ে গুরুতর সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

মুখ্য বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এএম খানউইলকর, ডিওয়াই চন্দ্রচূড় এই মামলা শুনবেন। আর কোনও মামলা গ্রহণ করতেও হাইকোর্টগুলিকে নিষেধ করা হয়েছে। আবেদনকারীর পক্ষে আইনজীবী দুষ্মন্ত দাভে বলেছেন, আপাতভাবে দেখে মনে হচ্ছে এই মৃত্যু স্বাভাবিক। তবে তাঁর মক্কেল আরটিআই করে আরও নথি চেয়ে পাঠিয়েছেন যা মহারাষ্ট্র সরকারের সুপ্রিম কোর্টে পেশ করার কথা।

সেই আরটিআই নথিতেই বিচারপতি লোয়ার মৃত্যু নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে বলে মনে করা হচ্ছে। বিচারপতি মিশ্র স্পষ্ট বলেছেন, কোনও তরফের অভিযোগে কান না দিয়ে নথি খতিয়ে দেখা হবে।

এদিক মহারাষ্ট্র সরকারের তরফে আইনজীবী হরিশ সালভে চারজন জেলা বিচারকের স্টেটমেন্ট পেশ করেন। সেখানে স্পষ্ট বলা হয়েছে, বিচারপতি লোয়া হৃদরোগে আক্রান্ত হয়ে স্বাভাবিক মৃত্যু হয়েছে।

বিচারপতি লোয়া গুজরাত দাঙ্গার সময়ে সোহরাবউদ্দিন ভুয়ো এনকাউন্টার মামলা শুনছিলেন। সেখানে অন্যতম অভিযুক্ত ছিলেন বিজেপি নেতা অমিত শাহ। লোয়ার মৃত্যুর পর ২০১৫ সালে সেই মামলায় বেকসুর খালাস পান তিনি। সেই ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগাযোগ রয়েছে কিনা সেটাই এখন খতিয়ে দেখা হচ্ছে।

English summary
Justice Loya death case serious issue, says Supreme Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X