For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যার বিরুদ্ধে ক্ষোভ সেই মুখ্য বিচারপতির সঙ্গেই অবসর বেলায় একমঞ্চে বিচারপতি চেলারামেশ্বর

এদিন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কার্যকালের মেয়াদ শেষ হল জে চেলারামেশ্বরের। শেষদিনে তিনি একইমঞ্চে দাঁড়ালেন মুখ্য বিচারপতি দীপক মিশ্রর সঙ্গে।

  • |
Google Oneindia Bengali News

এদিন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কার্যকালের মেয়াদ শেষ হল জে চেলারামেশ্বরের। শেষদিনে তিনি একইমঞ্চে দাঁড়ালেন মুখ্য বিচারপতি দীপক মিশ্রর সঙ্গে। যার বিরুদ্ধে চার মাস আগে গণতন্ত্রহীনতার প্রতিবাদ জানিয়ে সরব হয়েছিলেন তিনি ও আরও তিন বিচারপতি।

যার বিরুদ্ধে ক্ষোভ সেই মুখ্য বিচারপতির সঙ্গেই অবসর বেলায় একমঞ্চে বিচারপতি চেলারামেশ্বর

[আরও পড়ুন: কর্ণাটকে রাজ্যপালের নতুন সিদ্ধান্ত নিয়ে কি ফের সুপ্রিমকোর্টের পথে কংগ্রেস ][আরও পড়ুন: কর্ণাটকে রাজ্যপালের নতুন সিদ্ধান্ত নিয়ে কি ফের সুপ্রিমকোর্টের পথে কংগ্রেস ]

৬৫ বছর বয়সী জে চেলারামেশ্বর সুপ্রিমকোর্টের সবচেয়ে সিনিয়র বিচারপতি ছিলেন। আগামী ২২ জুন তিনি অবসর নিচ্ছেন। সেইমতো এদিন ছিল শেষ কার্যদিবস। এরপরে সুপ্রিমকোর্টের গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়ে যাচ্ছে।

সুপ্রিমকোর্টের প্রথা অনুযায়ী বিদায়ী বিচারপতি শেষদিনে মুখ্য বিচারপতির পাশের চেয়ারে বসেন। শুধু তাই নয়, এদিন দুজনকে একান্তে কথা বলতে দেখা গিয়েছে বলে জানা গিয়েছে। তাঁর কাছে যে মামলাগুলি রয়েছে তা কীভাবে বণ্টন করা যায় তা বিচারপতি মিশ্র বিচারপতি চেলারামেশ্বরকে জিজ্ঞাসা করেন বলে খবর।

এর আগে সুপ্রিমকোর্টের বার অ্যাসোসিয়েশনের ডাকা বিদায়ী অনুষ্ঠানে হাজির থাকবেন না বলে জানিয়েছিলেন বিচারপতি চেলারামেশ্বর। তবে এদিন শেষ অবধি তিনি হাজির থাকেন।

English summary
Justice Chelameswar shares bench with CJI Justice Dipak Misra on his last day in Supreme Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X