For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) কত বুদ্ধি ঘটে, এই না হলে দেশের নেতা বটে?

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৪ এপ্রিল : বুদ্ধির গোড়ায় জল দিলে যদি বুদ্ধি বাড়ত তবে তো চিন্তাই ছিল না। কিন্তু চিন্তাটা অন্য জায়গায়। দেশের দায়িত্বে যাঁরা আসতে চলেছেন, সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করতে চলেছেন যাঁরা দেশ সম্পর্কে তাঁদের সিকিভাগ জ্ঞানগম্যিটুকু নেই কিনা।

কেউ বলছেন ভুটান ভারতের অংশ। কেউ বলছেন দেশের প্রথম রাষ্ট্রপতি এস রাধাকৃষ্ণান। কারও আবার উত্তর সারে জাহাসে আচ্ছা গানটি লিখেছেন কাজি নজরুল ইসলাম। হায় ভগবান।

হিন্দুস্তান টাইমস সংবাদপত্রের সাংবাদিকদের প্রশ্নে এমনটাই উত্তর দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচন প্রার্থীরা।

আচমকাই ফোন করে প্রশ্ন করায়, উত্তর গুগল থেকে খোঁজার সময়টুকু পাননি তারকাপ্রার্থীরা। ওই নির্দিষ্ট সংবাদপত্রের তরফে ৪-৫টি প্রশ্ন বেছে নেওয়া হয়েছিল।

প্রশ্নগুলি হল

১) লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে মোট কটি আসন প্রয়োজন?

২) ভারতের প্রথম রাষ্ট্রপতি কে?

৩) উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য কী কী?

৪) সারে জাঁহা সে আচ্ছা গানটি কার লেখা?

৫)কোন সালে আপনার দলগঠন হয়েছিল?

পরেশ রাওয়াল
প্রথম প্রার্থী হলেন বিজেপির পরেশ রাওয়াল। অভিনয়ের দিকে থেকে তাঁকে টক্কর দেওয়া বেশ মুশকিল। কিন্তু ওঁর যে ভূগোল সম্পর্কে এত জ্ঞান তা সম্পর্কে কজনই বা জানেন। প্রথম দুটি প্রশ্নের উত্তর অর্থাৎ ২৭২ ও ডঃ রাজেন্দ্র প্রসাদ ঠিকই দিয়েছিলেন পরেশ। আটকাল উত্তর-পূর্ব ভারতে এসে। সাতটি রাজ্য়ের মধ্যে অসম পড়ে। আর একটা ভুটান কী? সাংবাদিক প্রশ্নকর্তাকেই প্রশ্ন করলেন পরেশ।

মুনমুন সেন
সাংবাদিকের প্রশ্ন শুনে ভাষা হারিয়েছিলেন গ্ল্যামারাস মুনমুন। সব প্রশ্নের উত্তরেই তাঁর একই জবাব, 'এই বিষয়ে ধারণা নেই'। যে লোকসভা নির্বাচনে জেতার জন্য লড়বেন সেই সংসদের অঙ্ক জানেন না। ভারতের ইতিহাস জানেন না, দেশের ভূগোলও জানা নেই, এমনকী যে দলের হয়ে প্রার্থী হয়েছেন সে দল কবে তৈরি হয়েছিল সে সম্পর্কেও নাকি তাঁর ধারণা নেই। সিলেবাস থেকে প্রশ্ন না আসায় চটে লাল মুনমুন। বলেই দিলেন, দেখুন আমি প্রাক্তন অভিনেত্রী, রাজনীতিতে নতুন। দয়া করে আমায় আর ফোন করবেন না।

রাখি সাওয়ন্ত
অবাক করেছেন 'নিরক্ষর' রাখি। চারটি প্রশ্নের মধ্যে তিনটি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছেন তিনি। উত্তর-পূর্ব ভারতের ৩টি রাজ্য সঠিক বললেও বাকি চারটি বলতে পারেননি শুধু। আর সম্প্রতি রাখির দল তৈরি হওয়ায় তাঁকে শেষ প্রশ্নটি আর করা হয়নি।

বাবুল সুপ্রিয়
বিজেপির এই গায়ক প্রার্থী প্রথম তিনটি উত্তর সঠিক দিয়েছেন ঠিকই কিন্তু চতুর্থ ও পঞ্চম প্রশ্নের উত্তরে বল একেবারে মাঠের বাইরে। সারে জাঁহা সে আচ্ছা গানটি লিখেছেন কাজি নজরুল ইসলাম। এবং ভারতীয় জনতা পার্টি তৈরি হয়েছিল ১৯৬৩ সালে।

মহেশ মঞ্জেরকর
মহারাষ্ট্র সেনার টিকিটে লোকসভায় প্রার্থী হয়েছেন মহেশ। মুনমুন সেনের মতো বিষয়ে এবিষয়ে ধারণা নেই না বললেও একের পর এক ভুল উত্তর দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন সত্যিই তাঁর কোন ধারণা নেই। লোকসভা ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেতে ২৭৩টি আসন প্রয়োজন। ভারতের প্রথম রাষ্ট্রপতি এস রাধাকৃষ্ণান। উত্তর-পূর্বের সাতটি রাজ্যের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ। সারে জাঁহা সে আচ্ছা গানটি লিখেছেন বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায়। তবে সৌভাগ্যবশত তাঁর দল যে ২০০৬ সালে গঠন হয়েছে সে উত্তরটা দিতে ভুল করেননি এই দুঁদে পরিচালক।

রবি কিষণ
একমাত্র তারকাপ্রার্থী যিনি সবকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। যদিও ফলাফল জানার পর নিজেই চমকে উঠেছিলেন।

তবে এঁদের থেকেও বেশি অবাক করেছেন সেই সব তারকাপ্রার্থীরা, যারা প্রশ্ন শুনেই পগারপার।

কিরণ খের
প্রথম পাঁচ মিনিট নিজের প্রচার নিয়ে, অভিজ্ঞতা নিয়ে কথা বলে গেলেন টানা। কিন্তু প্রশ্ন শোনার পর বললেন, তাঁর সময় নেই, তাই প্রশ্নগুলি ই-মেল করে পাঠিয়ে দিতে। সময় মতো তাঁর লোকজন প্রশ্নগুলির উত্তর লিখে পাঠিয়ে দেবেন।

কামাল রসিদ খান
আমি কেন এই প্রশ্নেক উত্তর দেব। আমি কোনও পরীক্ষা দিতে যাচ্ছি না, নির্বাচনে লড়তে যাচ্ছি। আপনি আমাকে উদ্ধৃত করে ছাপতে পারেন। সাংবাদিককে এক নিঃশ্বাসে জানিয়ে গেলেন। তার পর হয়তো হাঁফ ছেড়ে বাঁচলেন।

মহম্মদ কাইফ
বিমানে চেপে এলাহবাদে চলে আসুন। সামনাসামনি কথা বলব। এখানে এলে অনেক বেশি সময় দিতে পারব। আধঘন্টা সময় দেব আপনাকে।

ও বাবুল প্যায়ারে...

ও বাবুল প্যায়ারে...

'সারে জাঁহা সে আচ্ছা গানটি লিখেছেন কাজি নজরুল ইসলাম। এবং ভারতীয় জনতা পার্টি তৈরি হয়েছিল ১৯৬৩ সালে'

কামালের কামাল

কামালের কামাল

'আমি কেন এই প্রশ্নেক উত্তর দেব। আমি কোনও পরীক্ষা দিতে যাচ্ছি না, নির্বাচনে লড়তে যাচ্ছি।' তাই সাধারণ জ্ঞান না থাকলেও চলবে বুঝি।

ব্যস্ত কিরণ

ব্যস্ত কিরণ

প্রথম পাঁচ মিনিট নিজের প্রচার নিয়ে, অভিজ্ঞতা নিয়ে কথা বলে গেলেন টানা। কিন্তু প্রশ্ন শোনার পর বললেন, তাঁর সময় নেই, তাই প্রশ্নগুলি ই-মেল করে পাঠিয়ে দিতে। সময় মতো তাঁর লোকজন প্রশ্নগুলির উত্তর লিখে পাঠিয়ে দেবেন।

মুখোমুখি কাইফি..

মুখোমুখি কাইফি..

খেলার মাঠে দাপিয়ে বেড়িয়েছেন। কিন্তু সাধারণ জ্ঞান 'নেই'। তা তো প্রশ্ন এড়াবার ভাল পথ নিলেন। সাংবাদিককে বললেন, 'বিমানে চেপে এলাহবাদে চলে আসুন। সামনাসামনি কথা বলব। এখানে এলে অনেক বেশি সময় দিতে পারব। আধঘন্টা সময় দেব আপনাকে।' চারটে সাধারণ জ্ঞানের প্রশ্নর জন্য ফোনের পাঁচ মিনিট কী ষথেষ্ট নয়।

'নো আইডিয়া সারজি'

'নো আইডিয়া সারজি'

বয়স ষাট পেড়িয়েও গ্ল্যামারে পরিপূর্ণ মুনমুন সেন। কিন্তু রূপ চর্চা করতে গিয়ে হয়তো সাধারণ জ্ঞান চর্চা করার আর সময় পাননি। তাইতো ভূগোল, ইতিহাস, অঙ্ক সবেতেই 'নো আইডিয়া' তাঁর।

উদোর পিন্ডি রাওয়ালের ঘাড়ে...

উদোর পিন্ডি রাওয়ালের ঘাড়ে...

ভুটান নাকি ভারতে..!!! অভিনয়ে তাও কেউ চেষ্টা করলে পরেশ রাওয়ালের ধারেকাছে আসতে পারবেন। কিন্তু কেউ চেষ্টা করলেও কী ওনার আইকিউ-কে টেক্কা দিতে পারবেন, সন্দেহ আছে।

রবি ভাইয়া পাঁচে পাঁচ..

রবি ভাইয়া পাঁচে পাঁচ..

পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে এই কুইজ কনটেস্টের বিজয়ী রবি কিষণ।

রাখি মহিমা...

রাখি মহিমা...

মনোনয়ন জমা দেওয়ার সময় নিজেরে 'নিরক্ষর' বলেছিলেন রাখি সাওয়ন্ত। কিন্তু উনি যে চারটি প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারবেন তা আশাতীত।

মঞ্জেরকরের মাঞ্জায় দম কই..

মঞ্জেরকরের মাঞ্জায় দম কই..

মহারাষ্ট্র নবনির্মান সেনার প্রা৪থী মহেশ মঞ্জেরকর বলেছেন লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে ২৭৩টি আসন লাগবে। এর পরেই আপনি লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করবেন মহেশবাবু?

English summary
Just check how intelligent or dumb our budding politicians are
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X