For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সম্ভাবনা ছিল কংগ্রেসেরও! ৬৮৭৭ হৃদয়ের তফাতে শেষ পর্যন্ত দুষ্মন্তের হাত ধরতে বাধ্য হলেন অমিত শাহরা

৯০ টি আসনের মধ্যে ৪০ টি পেয়ে ২০১৯-এর হরিয়ানা বিধানসভা নির্বাচনে দৌড় শেষ করেছে বিজেপি।

  • |
Google Oneindia Bengali News

৯০ টি আসনের মধ্যে ৪০ টি পেয়ে ২০১৯-এর হরিয়ানা বিধানসভা নির্বাচনে দৌড় শেষ করেছে বিজেপি। ছটি আসন কম হওয়ায় দুষ্মন্ত চৌতালার জেজেপির সাহায্য নিতে হয়েছে বিজেপিকে। বিশ্লেষণ অনুযায়ী, মাত্র ৬,৮৭৭ টি বাড়তি ভোট পেলেই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যেত বিজেপি।

বিজেপি হরিয়ানায় একাই সরকার গড়ত ৬,৮৭৭ ভোট পেলে

বিজেপি হরিয়ানায় একাই সরকার গড়ত ৬,৮৭৭ ভোট পেলে

হরিয়ানায় ছটি আসন, রেওয়ারি, মুলানা, নিলোখেরি, রাডাউর, রোহক এবং ফরিদাবাদে ২.৪ শতাংশের কম ভোটে পরাজিত হয়েছে বিজেপি। এই ছটি আসনের মধ্যে কংগ্রেস জিতেছে পাঁচটি আসন। অপর একটি আসন জিতেছে নির্দল। ছটি আসনে মোট জয়ের ব্যবধান ১৩,৭৪৫। অর্থাৎ এর অর্ধেক ভোট, ৬,৮৭৭টি পেলেই বিজেপি হরিয়ানায় একাই সরকার গড়তে পারত।

কংগ্রেসের ব্যবধান ৪১, ০৯৮ ভোটের

কংগ্রেসের ব্যবধান ৪১, ০৯৮ ভোটের

অন্যদিকে কংগ্রেস পেয়েছে ৩০ টি আসন। সংখ্যাগরিষ্ঠতা থেকে ১৫ টি আসন কম। ভোট বিশ্লেষণে দেখা গিয়েছে ক্ষমতায় ফিরতে তাদের দরকার ছিল ৪১, ০৯৮টি ভোটের। এই ১৫টির মধ্যে ১৩ টি আসনে জিতেছে বিজেপি।

যদিও সম্ভাবনা ছিল কংগ্রেসেরও

যদিও সম্ভাবনা ছিল কংগ্রেসেরও

একটু এদিক ওদিক হলে কংগ্রেস বিজেপির থেকে বেশি আসন পেতে পারত হরিয়ানায়। ওপরে উল্লিখিত ১৫ টি আসনের মধ্যে পাঁচটি আসনে মাত্র ৪,২৬০ ভোট পেলেই মোড় ঘুরিয়ে দিতে পারত কংগ্রেস। এই পাঁচটি আসন হল থানেশ্বর, রাতিয়া, কাইথাল, বাদখাল এবং রাই। এই পাঁচটি আসনেই খুব অল্প ব্যবধানে কংগ্রেস প্রার্থীরা বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন।

English summary
Just 6877 extra vote can give BJP a clear majority in Haryana
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X