For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাড়ছে করোনা, প্রধানমন্ত্রীর মোদীর অনুরোধে কুম্ভমেলায় যোগ দান বন্ধ করল জুনা আখাড়া

বাড়ছে করোনা, প্রধানমন্ত্রীর মোদীর অনুরোধে কুম্ভমেলায় যোগ দান বন্ধ করল জুনা আখাড়া

Google Oneindia Bengali News

একের পর এক সন্ন্যাসী, সাধু, পূন্যার্থী আক্রান্ত হয়ে চলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধে বন্ধ হয়ে গেল কুম্ভ মেলা। জন আখাড়ার প্রধান স্বামী অভেদানন্দ মহারাজের কাছে অনুরোধ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। তারপরেই পূণ্যার্থী ও সন্ন্যাসীদের নিরাপত্তার কথা ভেবে এবারের মতো মহাকুম্ভের মেলায় যোগদান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করে জুনা আখাড়া।

করোনা সংক্রমণ ঊর্ধমুখী দেশে

করোনা সংক্রমণ ঊর্ধমুখী দেশে

করোনা সংক্রমণ ভয়ঙ্কর গতিতে বাড়ছে দেশে। দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলে উঠতে হিমসিম খাচ্ছে গোটা দেশ। তার মধ্যে ১০ রাজ্যে সংক্রমণ সর্বাধিক। সেই তালিকায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র।এছাড়া কর্ণাটক, তামিলনাড়ু, কেরল, উত্তর প্রদেশ, বিহার, পাঞ্জাব,দিল্লিতেও সংক্রমণ বাড়ছে উর্ধ্ব গতিতে। মহারাষ্ট্র দৈনিক আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে মহারাষ্ট্র সরকার ১৫ দিনের কার্ফু ঘোষণা করেছে।

কুম্ভমেলায় বাড়ছে সংক্রমণ

কুম্ভমেলায় বাড়ছে সংক্রমণ

উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। মহাকুম্ভের মেলার কারণে আক্রান্তের সংখ্যা বাড়ছে উত্তর প্রদেশে। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নিজেই টুইট করে সেকথা জানিয়েছেন যোগী আদিত্যনাথ। কুম্ভমেলাতে প্রচুর জনসমাগমের কারণে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। প্রায় ২০০০ জন কুম্ভমেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তারমধ্যে সন্ন্যাসীরাও রয়েছেন।

সরে এলো জুনা আখাড়া

সরে এলো জুনা আখাড়া

করোনা সংক্রমণের হাতের বাইরে চলে যাচ্ছে আঁচ করেই কুম্ভ মেলার অন্যতম প্রধান আখাড়া জুনা আখাড়াকে অনুরোধ জানিয়েছিলেন মোদী। প্রধানমন্ত্রীর অনুরোধ শুনে শেষ পর্যন্ত জুনা আখাড়া কুম্ভ মেলা থেকে নিজেদের সরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। জুনা আখাড়ার দুই প্রধান স্বামী অভেদানন্দ গিরি মহারাজ এবং আচার্য মহামণ্ডলেশ্বর লিখিত বিবৃতি জারি করে নিজেদের যোগদান কুম্ভ মেলা থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। ঘোষণা পত্রে লেখা হয়েছে করোনা সংক্রমণে আগে দেশের মানুষের সুরক্ষা তারপরে কুম্ভ মেলা হবে।

 করোনা আক্রান্ত সন্ন্যাসীরা

করোনা আক্রান্ত সন্ন্যাসীরা

করেনা সংক্রমণের আশঙ্কা রয়েছে জেনেই বাতিল করা হয়নি কুম্ভ মেলা। ৩০ এপ্রিল পর্যন্ত মহাকুম্ভের স্নান চলবে। অপরিবর্তিত রয়েছে সূচি। কিন্তু জুনা আখাড়া তার ২ সপ্তাহ আগেই নিজেদের কুম্ভ মেলা থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও অন্য আখাড়াগুলি এই নিয়ে এখন কনোও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এদিকে একের পর এক সন্ন্যাসী আক্রান্ত হয়ে চলেছেন করোনা সংক্রমণে।

English summary
Kumbh Mela announce end due to coronavirus infection PM Modi appeale to Jana Akhara
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X