১৮.৫ কেজি ওজনের ভেটকি উঠল গঙ্গা থেকে, দাম ১২ হাজার টাকা
মাছে–ভাতে বাঙালি। বাঙালির পাতে এক টুকরো মাছ না পড়লে যেন খাওয়াই হয় না। গোটা বিশ্বে বাঙালি এভাবেই পরিচিত। তবে মেছো বাঙালির বিশেষ পছন্দের মাছ হল ইলিশ এবং ভেটকি। এই দু’টি মাছের যে কোনও পদ দিলেই তা রসনা তৃপ্তি করে বাঙালিদের। বিয়ের বাড়ি হোক বা অন্য কোনও শুভ কাজ, ইলিশ–ভেটকি এই দু’টের মধ্যে যে কোনও একটাতো থাকবেই। ১–৩ কিলোর ছোট ভেটকি থেকে শুরু করে ১২–১৩ কিলোর বড় ভেটকি দেখেছেন অনেকেই। কিন্তু সম্প্রতি এক বিরাট আকারের ভেটকি ধরা পড়েছে। মঙ্গলবার বিশাল এক ভেটকি মাছ ধরা পড়ল হাওড়ার উলুবেড়িয়ায় গঙ্গা থেকে। যার দাম কড়কড়ে ১২ হাজার টাকা।

ভেটকি ফ্রাই হোক বা ফিসফ্রাই, এই মাছের জুড়ি মেলা ভার। জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা তরুণ বেড়া তাঁর বন্ধুদের সঙ্গে মঙ্গলবার গঙ্গায় মাছ ধরতে যান। কিছুক্ষণ পর তিনি তাঁর মাছ ধরার ছিপে টান অনুভব করেন। তিনি ছিপটা ধরে টান দিতেই বিশাল মাপের ভেটকি মাছ উঠে আসে। মাছটির ওজন ১৮.৫ কেজি। ওই মাছটি নিয়ে তরুণ ও তাঁর বন্ধুরা ফুলেশ্বরের বাজারে যান এবং নিলামে চড়ানো হয় মাছটিকে। স্থানীয় এক মাছ ব্যবসায়ী ওই মাছটি ১২ হাজার টাকা দিয়ে কিনে নেন। ওই মাছ বিক্রেতা জানিয়েছেন, তিনি এই মাছটি ১৩–১৪ হাজারে বিক্রির চেষ্টা করবেন।