For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুস্থ সমাজ গড়তে আইনি ব্যবস্থা সংস্কারের পক্ষে সওয়াল প্রধানমন্ত্রীর

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৫ এপ্রিল : সুস্থ সমাজ গড়ে তুলতে শক্তিশালী আইনব্যবস্থা গড়ে তুলতে হবে। তাহলেও আমাদের সমাজ সুরক্ষিত থাকবে। এভাবেই ফের একবার সুরক্ষিত আইনি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বিচারপতি ও সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে আয়োজিত সম্মেলনে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন নয়াদিল্লিতে বিচারপতি ও দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে আয়োজিত সভায় নরেন্দ্র মোদী বলেন, "আইনব্যবস্থা শক্তিশালী এবং একইসঙ্গে নিখুঁত হতে হবে। আমরা আরও শক্তিশালী হচ্ছি ফলে এব্যাপারেও আরও নিখুঁত হওয়া প্রয়োজন।"

সুস্থ সমাজ গড়তে আইনি ব্যবস্থা সংস্কারের পক্ষে সওয়াল প্রধানমন্ত্রীর


মোদী বলেন, "দেশবাসী আইনি প্রক্রিয়ার উপর আস্থা রেখেছে। ফলে আমাদের দেশে আইনি প্রক্রিয়ার গুণমান আরও উন্নত হওয়া প্রয়োজন।" একইসঙ্গে আইনি শিক্ষারও আরও সংস্কার দরকার বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

সভায় বক্তব্য রাখতে উঠে মোদী বলেন, "জনগণ আমাদের নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে নতুন শক্তিশালী আইন তৈরি করার জন্য। অন্য কিছুতে সময় নষ্ট না করে আমাদের সেদিকেই লক্ষ্য রাখতে হবে।"
অপ্রয়োজনীয় আইনগুলিকে সরিয়ে আইনি সংস্কারের লক্ষ্যে একটি কমিটি তৈরি করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। সেই কমিটির সুপারিশ মেনে অপ্রয়োজনীয় প্রায় ৭০০ আইন কেন্দ্র বাতিল করবে বলেও জানান নরেন্দ্র মোদী।

English summary
Judiciary should be both powerful and perfect: Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X