For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিচারকদের উচিত মামলাকারীদের সহজবোধ করানো, বলছেন প্রধান বিচারপতি এনভি রমনা

বিচারকদের উচিত মামলাকারীদের সহজবোধ করানো, বলছেন প্রধান বিচারপতি এনভি রমনা

  • |
Google Oneindia Bengali News

বিচারকদের উচিত মামলাকারীদের সহজবোধ করানো৷ শনিবার ভারতের প্রধান বিচারপতি (সিজেআই) এনভি রমনা বলেছেন যে জেলাস্তরের বিচার বিভাগ, যারা বিচারপ্রার্থীর সঙ্গে প্রথম যোগাযোগ মাধ্যম হিসাবে কাজ করেন তাদের এই সত্যটি সম্পর্কে সচেতন হতে হবে যে সব মামলাকারীরা আদালতে আসছেন, তাঁরা অনেক মানসিক চাপ নিয়ে আসছেন৷
শ্রীনগরে বিচারক, আদালতের আধিকারিক এবং জেলা বিচার বিভাগীয় আধিকারিকদের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে এই বক্তব্য রেখেছেন রমনা।

কী বললেন বিচারপতি?

কী বললেন বিচারপতি?

প্রধানবিচারপতি আরও বলেছেন, 'বিবাদীদের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করুন৷ প্রায়শই, মামলাকারীরা অনেক মানসিক চাপের মধ্যে থাকে। মামলাকারীরা আইন সম্পর্কে অজ্ঞ এবং তাদের বিভিন্ন আর্থিক সমস্যা থাকতে পারে। তাই তাদের স্বাচ্ছন্দ্য বোধ করানোর চেষ্টা করা উচিত। CJI শ্রীনগরে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের নতুন ভবন কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন, তিনি জেলা বিচার বিভাগকে অনুরোধ জানিয়ে সিজেআই বলেছিলেন, 'আপনারা (জেলা আদালতের বিচারকরা) তৃণমূল স্তরে আছেন এবং বিচার ব্যবস্থার সাথে বিচারপ্রার্থীর প্রথম যোগাযোগ মাধ্যম। মানুষের সঙ্গে আপনাদের সরাসরি যোগাযোগ আছে। আপনাদের অবশ্যই এডিআর মেকানিজম বেছে নিতে রাজি করাতে হবে যখনই সম্ভব হবে৷ এটি কেবল পক্ষগুলিকেই সাহায্য করবে না, বরং ঝুলে থাকা মামলা কমাতেও সাহায্য করবে।'

আরও যা বললেন বিচারপতিরা!

আরও যা বললেন বিচারপতিরা!

নতুন হাইকোর্ট প্রাঙ্গণটি ১.৭ লক্ষ বর্গমিটার জুড়ে বিস্তৃত এবং ৩১০ কোটি টাকা আনুমানিক ব্যয়ে নির্মিত হচ্ছে। বিচারপতি রমনা, সুপ্রিম কোর্টের অন্য দুই বিচারপতির ইউ ইউ ললিত এবং বিচারপতি সঞ্জয় কিষান কৌল, বলেন, যারা এই বিল্ডিং-এ কাজ করবেন তারা বারের সদস্য, বেঞ্চ এবং তাদের সহায়ক স্টাফ হবেন, আমরা ভুলে গেলে চলবে না যে কোনো বিচার প্রদান ব্যবস্থার কেন্দ্রবিন্দু হচ্ছে বিচারপ্রার্থীরা।'

বিচারবিভাগের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলি কী?

বিচারবিভাগের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলি কী?

এদিন এন ভি রমনা বিচার বিভাগের চ্যালেঞ্জগুলির কথা বলেছেন৷ তিনি বলেছেন, আইনের শাসন এবং মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হল সকলের কাছে দ্রুত এবং সাশ্রয়ী মূল্যের বিচার প্রদানের অক্ষমতা। ভারতে ন্যায়বিচার প্রদানের ব্যবস্থা খুবই জটিল এবং ব্যয়বহুল। জেলা বিচার বিভাগের ২২ শতাংশ পদ এখনও শূন্য রয়েছে। এই শূন্যতা পূরণের জন্য অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।

শিক্ষায় গৈরিকীকরণ! হিন্দিতে MBBS, স্কুলে গীতা-বেদ বাধ্যতামূলক, শিক্ষানীতিতে বদল আনছে এই রাজ্যশিক্ষায় গৈরিকীকরণ! হিন্দিতে MBBS, স্কুলে গীতা-বেদ বাধ্যতামূলক, শিক্ষানীতিতে বদল আনছে এই রাজ্য

English summary
Judges should make the applicants feel easy, says Chief Justice NV Ramna
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X