For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উন্নাও ধর্ষণ মামলা! আজ সাজা ঘোষণা হতে পারে বহিষ্কৃত বিজেপি বিধায়কের

বহু প্রতীক্ষিত উন্নাও ধর্ষণ মামলায় সোমবার সাজা ঘোষণা করা হতে পারে। প্রসঙ্গত এই মামলাতেই অভিযোগ বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেনগার।

  • |
Google Oneindia Bengali News

বহু প্রতীক্ষিত উন্নাও ধর্ষণ মামলায় সোমবার সাজা ঘোষণা করা হতে পারে। প্রসঙ্গত এই মামলাতেই অভিযোগ বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেনগার। ১৬ ডিসেম্বর দিনটির অবশ্য বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনেই দিল্লির নির্ভয়ার গণধর্ষণের ঘটনা ঘটেছিল। যে ঘটনা পুরো দেশকেই নাড়িয়ে দিয়েছিল।

উন্নাও ধর্ষণ মামলা! আজ সাজা ঘোষণা হতে পারে বহিষ্কৃত বিজেপি বিধায়কের

এমাসের শুরু দিকে উন্নাও ধর্ষণ মামলার শুনানি শেষ হয়েছে। জেলা বিচারক ধর্মেশ শর্মা জানিয়েছিলেন ১৬ ডিসেম্বর এই মামলার রায়দান করা হতে পারে।

অগাস্টমাসে সুপ্রিম কোর্ট এই মামলার প্রতিদিনের শুনানির নির্দেশ দেয়। পাশাপাশি ধর্ষিতার চিঠির প্রেক্ষিতে তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ লখনৌ থেকে মামলা সরিয়ে আনেন রাজধানী দিল্লিতে। এরপরেই দিল্লির আদালতে শুনানি শুরু হয়। ৪৫ দিনে এই মামলার শুনানি শেষ হয়। সেনগারের বিরুদ্ধে অভিযোগ ২০১৭ সালে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণ করার। আদালতের তরফে সহ অভিযুক্ত শশী সিং-এর বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। ২০১৯-এর অগাস্টে সেনগারকে বিজেপি থেকে বহিষ্কার করা হয়।

৯ অগাস্ট আদালত বিধায়ক এবং তার সহযোগীর বিরুদ্ধে ১২০ বি, ৩৬৩, ৩৬৬, ৩৭৬ ধারায় মামলা দায়ের করে। পকসো আইনেও তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

অন্যদিকে অভিযোগকারিনীর বাবাকে অবৈধ অস্ত্র রাখার মামলায় ২০১৮-র ৩ এপ্রিল গ্রেফতার করা হয়। কিন্তু তিনি হেফাজতেই মারা যান ৯ এপ্রিল।

English summary
Judgement in the Unnao rape case involving expelled BJP MLA Kuldeep Sengar to be pronounced on Monday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X