For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চপার কেলেঙ্কারিতে মিচেলের সিবিআই হেফাজত বৃদ্ধি, আইনজীবীর সঙ্গে সাক্ষাতেও রাশ

অগাস্টা ওয়েস্টল্যান্ড চপার কেলেঙ্কারিতে অন্যতম অভিযুক্ত মিডলম্যান ক্রিশ্চিয়ান মিশেলকে আবারও পাঁচদিনের হেফাজতে নিল সিবিআই।

Google Oneindia Bengali News

অগাস্টা ওয়েস্টল্যান্ড চপার কেলেঙ্কারিতে অন্যতম অভিযুক্ত মিডলম্যান ক্রিশ্চিয়ান মিচেলের সিবিআই হেফাজতের সময়সীমা বর্ধিত করল আদালত। সোমবার তাঁকে সিবিআই আদালতে পেশ করে আরও ন-দিনের হেফাজতে নিতে চেয়েছিল সিবিআই। কিন্তু আদালত পাঁচদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে। সেইসঙ্গে তাঁর আইনজীবীর সঙ্গে সাক্ষাতের সময়ও কমিয়ে দেওয়া হয়েছে।

চপার কেলেঙ্কারিতকে মিচেলের সিবিআই হেফাজত বৃদ্ধি, আইনজীবীর সঙ্গে সাক্ষাতেও রাশ

সংযুক্ত আরব আমিরশাহী সরকার মিচেলকে ভারতে প্রত্যার্পনের পর গত মঙ্গলবার তাঁকে আনা হয়েছিল ভারতে। পরদিন তাঁকে তোলা হয় সিবিআই আদালতে। প্রথম দফাতেও সিবিআই ১০ দিনের হেফাজতের আবেদন জানালেও, আদালত পাঁচদিনের হেফাজতের নির্দেশ দেয়। এবার আরও পাঁচদিনের হেফাজতের নির্দেস দিল আদালত।

[আরও পডুন:আরবিআই গভর্নর উর্জিতের পদত্যাগ নিয়ে মুখ খুললেন প্রাক্তনী রঘুরাম রাজন ][আরও পডুন:আরবিআই গভর্নর উর্জিতের পদত্যাগ নিয়ে মুখ খুললেন প্রাক্তনী রঘুরাম রাজন ]

একইসঙ্গে সিবিআই আবেদন করেছিল, হেফাজতে থাকাকালীন আইনজীবীর সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞা জারি করতে। কিন্তু আদালত তা খারিজ করে দেয়। মিচেল আইনজীবীর সঙ্গে দিনে দুবার সাক্ষাত করতে পারবেন, তবে একঘণ্টার বদলে সেই সময়সীমা ধার্য করা হয়েছে আধ ঘণ্টা। তাঁর আইনজীবী এই হেফাজতকে 'জাস্ট টর্চার' বলে ব্যাখ্যা করেন।

[আরও পড়ুন:'প্রধানমন্ত্রীর উচিত উর্জিতকে ফিরিয়ে আনা', আরবিআই গর্ভনরের ইস্তফায় বিস্ফোরক সুব্রহ্মমণ্যম ][আরও পড়ুন:'প্রধানমন্ত্রীর উচিত উর্জিতকে ফিরিয়ে আনা', আরবিআই গর্ভনরের ইস্তফায় বিস্ফোরক সুব্রহ্মমণ্যম ]

দুবাইয়ের আদালত মিশেলকে ভারতের হাতে তুলে দেওয়ার নির্দেশের পর তাঁকে ভারতে আনা হয়। ভারতে পা দেওয়ার পরই তাঁর প্রত্যার্পণ নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেন। তিনি জানান, অগাস্টা ওয়েস্টল্যান্ড চুক্তিতে প্রদত্ত লভ্যাংশ তিনি নেননি। তিনি সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। একইসঙ্গে তাঁর প্রত্যার্পণকে অবৈধ বলে বর্ণনা করেন তিনি।

[আরও পড়ুন: বড় সাফল্য মোদী সরকারের! লন্ডন থেকে দেশে প্রত্যর্পণ করা হচ্ছে বিজয় মালিয়াকে][আরও পড়ুন: বড় সাফল্য মোদী সরকারের! লন্ডন থেকে দেশে প্রত্যর্পণ করা হচ্ছে বিজয় মালিয়াকে]

English summary
Christian Michel is sent in more five days CBI custody in Agusta Westland deal. CBI special court increases the custody and decreases time of meeting with lawyer,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X