For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করা টুইটে মোক্ষম 'ভুল' রাহুল গান্ধীর, পাল্টা খোঁচা জেপি নাড্ডার

Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঈশ্বরের নেতা বানিয়েছেন রাহুল গান্ধীই। তাঁর করা টুইটের সূত্র ধরে একথা বললেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। রবিবার লাদাখ ইস্যু নিয়ে প্রধানমন্ত্রীকে টুইটারে আক্রমণ করছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী৷ প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে লিখেছিলেন, 'নরেন্দ্র মোদী আসলে সারেন্ডার মোদী৷'

ভগবানও কংগ্রেসের সঙ্গে নেই

ভগবানও কংগ্রেসের সঙ্গে নেই

রবিবার উত্তরপ্রদেশে জন সংবাদ ব়্যালিতে নাড্ডা বলেন, 'এমনকী ভগবানও আপনাদের (কংগ্রেস) সঙ্গে নেই। আপনি বলেছেন, নরেন্দ্র মোদি আসলে সারেন্ডার মোদী। তার মানে আপনি বলতে চাইছেন, মোদীজি শুধু মানুষের নেতা নয়, ভগবানেরও নেতা। আপনাকে ভগবানের ভাষা বুঝতে হবে।'

টুইটে মোক্ষম ভুল রাহুলের

টুইটে মোক্ষম ভুল রাহুলের

রবিবার প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে রাহুল গান্ধী টুইটারে লেখেন , 'নরেন্দ্র মোদী আসলে সারেন্ডার মোদী৷' তবে 'surrender' না লিখে তিনি লিখেছিলেন surender। যার অর্থ হল দেবরাজ ইন্দ্রর কণ্ঠস্বর। সেই সূত্র ধরেই রাহুল গান্ধীকে পালটা আক্রমণ করেছেন জেপি নাড্ডা।

মোদীর নেতৃত্বে দেশের প্রতিটি অংশ সুরক্ষিত

মোদীর নেতৃত্বে দেশের প্রতিটি অংশ সুরক্ষিত

লাদাখ ইশুতে আশ্বস্ত করে তিনি বলেন, 'আমি দেশের প্রত্যেককে আশ্বাস দিয়ে বলতে চাই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের প্রতিটি অংশ সুরক্ষিত।' কংগ্রেসের সমালোচনা করে তিনি আরও বলেন 'কংগ্রেস নিরাপত্তাবাহিনীর ন্যায়নীতি নষ্ট করার চেষ্টা করছে। আমরা কখনই কংগ্রেসকে জিজ্ঞাসা করিনি যে তাদের সময়ে দেশের কতটা জায়গা চিন দখল করেছিল।'

বিরোধী দলের ভূমিকা কী হওয়া উচিত?

বিরোধী দলের ভূমিকা কী হওয়া উচিত?

বিরোধী দলের ভূমিকা কী হওয়া উচিত? সেই বিষয়ে কংগ্রেসকে তাঁদের থেকে প্রশিক্ষণ নেওয়ার পরামর্শ দেন তিনি । বলেন , 'আমি তাদের (কংগ্রেস) পরিষ্কারভাবে বলে দিতে চাই মোদীজির নেত়ৃত্বে ভারতের উন্নয়নের মানচিত্র তৈরি। আপনারা নিজেদের কথা ভাবুন। বিরোধী দলের দায়িত্ব বা ভূমিকা সম্পর্কে আপানারা যদি না জানেন তাহলে আমাদের থেকে শিক্ষা নিন।'

লাদাখে যুদ্ধ পরিস্থিতি! চিনের বিপুল সেনা সম্ভারকে টেক্কা দিতে ময়দানে ভারতীয় সেনা, কী হবে গালওয়ানে?লাদাখে যুদ্ধ পরিস্থিতি! চিনের বিপুল সেনা সম্ভারকে টেক্কা দিতে ময়দানে ভারতীয় সেনা, কী হবে গালওয়ানে?

English summary
JP Nadda takes a jab at Rahul Gandhi after he mispells during a tweet attacking Narendra Modi on Ladakh Issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X