For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শাহের বদলি হচ্ছেন কে! বিজেপি অবশেষে খুঁজে পেল বিকল্প নাম, স্রেফ সিদ্ধান্তের অপেক্ষা

২০১৯ লোকসভায় বিশাল জন সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছেন নরেন্দ্র মোদী। আর সেই জয়ে বিরাট বড় ভূমিকা নিয়েছেন দলীয় সভাপতি অমিত শাহ।

Google Oneindia Bengali News

২০১৯ লোকসভায় বিশাল জন সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছেন নরেন্দ্র মোদী। আর সেই জয়ে বিরাট বড় ভূমিকা নিয়েছেন দলীয় সভাপতি অমিত শাহ। এবার সেই অমিত শাহ তাঁর বিচক্ষণতার জন্য পুরষ্কৃত হতে চলেছে। বিজেপির নিরঙ্কুশ জয়ে এবার মন্ত্রী করা হচ্ছে বিজেপি সভাপতিকে। তাহলে তাঁর পদে বসবেন কে! তা নিয়েই চর্চা অব্যাহত।

সূত্রের খবর অমিত শাহর মোদীর ক্যাবিনেটে গেলে দলের দায়িত্ব পেতে পারেন বিগত সরকারের স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। তাঁর হাতে দলের ব্যটন তুলে দিয়ে অমিত শাহ নিতে পারেন মোদী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্ব। বিজেপির তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, অমিত শাহের সঙ্গে কথা বলেই তিনি দল চালাবেন।

শাহের বদলি হচ্ছেন কে! বিজেপি খুঁজে পেল বিকল্প নাম

এখন একটাই প্রশ্ন, সামনেই বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন। সেখানে জয় ধারা বজায় রাখা বিজেপি শিবিরের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই অমিত শাহ দলের দায়িত্বে থাকবেন, নাকি মন্ত্রিসভায় যাবেন সেই সিদ্ধান্ত নিতে শুধু বাকি।

কেন্দ্রে পূর্ণাঙ্গ বাজেটের পরই সেপ্টেম্বরে মহারাষ্ট্র, ঝাড়খণ্ড ও হরিয়ানায় নির্বাচন। নির্বাচন হবে জম্মু ও কাশ্মীরেও। আর কর্ণাটকে রাজনৈতিক অস্থিরতায় যে কোনও মুহূর্তে ভোট হতে পারে। সেক্ষেত্রে ওইসব রাজ্যে নির্বাচনী স্ট্র্যাটেজি তৈরি করবে কে, তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবছে বিজেপি।

জেপি নাড্ডা রাজ্যসভার সদস্য। নিজেকে প্রচারের আলোয় বেশি আনেন না। পর্দার আড়ালে থেকে কাজ করে যেতে চান তিনি। ইতিমধ্যেই নিজেকে কৌশলীর পর্যায়ে তুলে নিয়ে গিয়েছেন নিজেকে। তাই অমিত শাহের বদলি হিসেবে তাঁকেই ভাবছে বিজেপি। এরই মধ্যে তাঁকে উত্তরপ্রদেশের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেখানে এবার তিনি দারুন সাফল্য এনে দিয়েছেন।

[আরও পড়ুন:আপনার স্বপ্নের মন্ত্রিসভা বেছে নিন]

English summary
JP Nadda may be president of BJP lieu of Amit Shah. Amit Shah may be minister in cabinet of Narendra Modi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X