For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাঙালিয়ানা প্রমাণে মরিয়া নাড্ডা, কৃষকদের সঙ্গে মাটিতে বসে শালপাতায় খিচুড়ি ভোজে মজে বিজেপি নেতা

বাঙালিয়ানা প্রমাণে মরিয়া নাড্ডা, কৃষকদের সঙ্গে মাটিতে বসে শালপাতায় খিচুড়ি ভোজে মজে বিজেপি নেতা

Google Oneindia Bengali News

এবার আর কৃষকের ঘরে অতিথি নন তিনি। বাংলার একজন হয়ে মহাভোজে পাতপেড়ে খেলেন চিচুড়ি, বেগুনভাজা। কৃষকদের সঙ্গে একসঙ্গে বসে পংক্তি ভোজনে বাঙানিয়ানা প্রমাণে মরিয়া বিজেপির সর্বভারতীয় সভাপতি। প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েকটি সভা থেকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন বাঙালি-অবাঙালি রাজনীতি করছে বিজেপি। তৃণমূলের এই বিভাজনের অভিযোগ মোচনে মরিয়া বিজেপির দিল্লির নেতারা। প্রাণ পণে নিজেদের বাংলার সঙ্গে একাত্ম করতে চাইছেন অমিত শাহরা।

 মালদহে জেপি নাড্ডা

মালদহে জেপি নাড্ডা

তৃতীয়বার রাজ্য সফরে এসে হঠাৎ করে ৩ ঘণ্টার ঝটিকা সফরে মালদহে হাজির হয়েছেন জেপি নাড্ডা। সেখানে মূলত ইংরেজবাজার ও মালদহ বিধানসভা কেন্দ্র দুটিকে টার্গেট করেই নাড্ডার এই সফর বলে মনে করা হচ্ছে। কারণ লোকসভা ভোটে ইংরেজবাজারে ঐতিহাসিকভাবে ৯৪,০০০০-রও বেশি ভোটে এগিয়ে ছিল বিজেপি। তাই এবারের একুশের ভোটে সেই ভোট ব্যাঙ্ককে কাজে লাগাতেই নাড্ডার এই সফর।

 কৃষকদের সঙ্গে সহভোজ

কৃষকদের সঙ্গে সহভোজ

কৃষকদের সঙ্গে মালদহে সহভোজে যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি জেপি নাড্ডা। সেখানে তিনি আর কোনও কৃষকের বাড়িতে নন। কৃষকদের সঙ্গে এক পংক্তিতে বসে শালপাতায় খিচুড়ি-বেগুনভাজা খেলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। কৃষকদের মন জয়ের পাশাপাশি বাঙালিয়ানা প্রমাণেই নাড্ডা এই পংক্তি ভোজনে যোগ দিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

 মমতাকে আক্রমণ নাড্ডার

মমতাকে আক্রমণ নাড্ডার

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করেছেন বিজেপির রাজ্যসভাপতি। তিনি অভিযোগ করেছেন বাংলার ৭০ লক্ষ কৃষকদের বঞ্চিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাটোয়ায় এই একই অভিযোগ করে কিষাণ সুরক্ষা অভিযান শুরু করেছিলেন নাড্ডা। এদিন সেই কর্মসূচির সমাপ্তি করলেন তিনি। কৃষক পরিবারের মুষ্ঠীভিক্ষার অন্ন দিয়েই এই খিচুড়ির মহাভোজের আয়োজন করেছিল বিজেপি।

মালদহে নজর বিজেপির

মালদহে নজর বিজেপির

গণিখাণের মালদহে বিজেপির ভোট ব্যাঙ্ক হু হু করে বেড়ে চলেছে। সাংগঠনিক রিপোর্ট বলছে মালদহ এবার একুশের ভোটে বাংলাকে বড় সংখ্যার ভোট দিতে পারে। লোকসভা ভোটে অপ্রত্যাশিত ফলাফল পেয়েছে বিজেপি। সংগঠনও অনেকটাই শক্তিশালী মালদহে। সেকারণেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মালদহে নজর দিতে শুরু করেছে। মার্চ মাসে মোদী মালদহে আসতে পারেন বলে খবর।

English summary
JP Nadda eat with Farmers at Maldha to secure farmer vote bank ahed of Assembly election 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X