For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুল মাত্র ১০ মিনিট সংশোধিত নাগরিক আইন নিয়ে বলুন, চ্যালেঞ্জ ছুড়লেন নাড্ডা

কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীকে নাগরিকত্ব আইনের পাঠ শেখালেন বিজেপির কার্যনির্বাহী সভাপতি জে পি নাড্ডা।

  • |
Google Oneindia Bengali News

কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীকে নাগরিকত্ব আইনের পাঠ শেখালেন বিজেপির কার্যনির্বাহী সভাপতি জে পি নাড্ডা। শুক্রবার তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ ছুড়ে জানান, নাগরিকত্ব আইন বা সিএএ নিয়ে মাত্র ১০ লাইন বলুন তিনি। আমি নিশ্চিত তিনি েোই আইন নিয়ে কিছুই জানেন না।

রাহুল ১০ মিনিট সিএএ নিয়ে বলুন, চ্যালেঞ্জ ছুড়লেন নাড্ডা

নাড্ডা বলেন, "আমি রাহুল গান্ধীকে নাগরিকত্ব সংশোধন আইনের বিষয়ে ১০ লাইন বলার চ্যালেঞ্জ জানাচ্ছি। রাহুল গান্ধী না জেনে এত কথা বলছেন। এটি জাতির জন্য দুর্ভাগ্যজনক। সিএএ'র বিরোধিতা করা সমস্ত ব্যক্তিই দেশকে দুর্বল করে তুলছে।" বিজেপি কার্যনির্বাহী সভাপতি নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে এ কথা বলেন।

তিনি বলেন, রাহুল গান্ধী দেশকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছেন। নতুন সংশোধিত নাগরিকত্ব আইনটি প্রতিবেশী দেশগুলির সংখ্যালঘুদের জন্য আশাপ্রদ। বছরের পর বছর ধরে তারা ধর্মীয় নিপীড়নের মুখোমুখি হয়ে ভারতে আশ্রয় নিয়েছিল। তাদের নাগরিকত্ব দেবে এই আইন।

সংশোধিত আইনে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা অমুসলিম শরণার্থীদের দ্রুত ভারতীয় নাগরিকত্বের বিধান রয়েছে। এর আগে অমিত শাহ কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ করেছিলেন- এই আইন যে কারও নাগরিকত্ব কেড়ে নিতে পারে, তার প্রমাণ দিন রাহুল গান্ধী।

অমিত শাহ বলেন, "আমি রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ জানাচ্ছি, নাগরিকত্ব সংশোধন আইনে এমন একটি বিধান খুঁজে বের করুন, যা এই দেশের কারও নাগরিকত্ব কেড়ে নিতে পারে।" কংগ্রেস শাসিত মধ্য প্রদেশে এক জনসভায় তিনি এই মন্তব্য করেছিলেন। উল্লেখ্য, বিরোধী দলগুলি এই নাগরিকত্ব আইন ও প্রস্তাবিত এনআরসির বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদ জানাচ্ছে।

English summary
BJP working president JP Nadda dared Congress leader Rahul Gandhi to deliver only 10 lines on CAA.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X