For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্যাটেল গ্রাউন্ড হায়দরাবাদ, ওয়েইসিকে হারিয়ে গোলাপি গড়ে গেরুয়া ঝড়ের ডাক নাড্ডার

Google Oneindia Bengali News

তেলাঙ্গানা জয়ের হুঙ্কার দিয়ে হায়দরাবাদ মিউনিসিপাল কর্পোরেশনের নির্বাচনী আবহাওয়া আরও সরগরম করে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। শুক্রবার হায়দরাবাদে এক বিশাল জনসভা করে মিউনিসিপাল কর্পোরেশনের নির্বাচনে বিজেপিকে জয়ী করার আহ্বান জানান নাড্ডা।

কেসিআর-এর পতনের সূচনা

কেসিআর-এর পতনের সূচনা

পাশাপাশি নাড্ডা এদিন দাবি করেন, হায়দরাবাদও আসাদউদ্দিন ওয়েইসির এআইএমআইএমকে হারানোর পর তেলাঙ্গানায় টিআরএস-এর পতনের সূচনা করবে বিজেপি। এদিন নাড্ডা বলেন, 'হায়দরাবাদ জুড়ে মানুষের এই উৎসাহ দেখছি, তাতে বিজেপির জয় নিশ্চিত ভাবে দেখতে পারছি। হায়দরাবাদের জয়ের পর তেলাঙ্গানা থেকে কে চন্দ্রশেখর রাওয়ের সরকারের পতন শুরু করবে বিজেপি।'

হায়দরাবাদ মিউনিসিপাল কর্পোরেশনের নির্বাচনের জন্য ইস্তেহার

হায়দরাবাদ মিউনিসিপাল কর্পোরেশনের নির্বাচনের জন্য ইস্তেহার

এদিকে দুই দিন আগেই গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপাল কর্পোরেশনের নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করে বিজেপি। সেখানে প্রত্যেকের জন্য় করোনার ভ্য়াকসিন ও করোনা পরীক্ষার প্রতিশ্রুতি দিল তারা৷ এই ইস্তেহার প্রকাশ করেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্য়মন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ৷

নির্বাচনী ইস্তেহারে কী বলছে বিজেপি?

নির্বাচনী ইস্তেহারে কী বলছে বিজেপি?

গেরুয়া শিবিরের নির্বাচনী ইস্তেহারে বলা হয়েছে, তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতির জারি করা ভূমি নিয়ন্ত্রণ আইনও প্রত্য়াহার করে নেওয়া হবে৷ যা গ্রেটার হায়দরাবাদের বাসিন্দাদের প্রায় ১৫ হাজার কোটি টাকার বোঝা থেকে মুক্তি দেবে৷ দরিদ্র পরিবারের শিশুদের অনলাইনে পড়াশোনার সুবিধার জন্য় বিনামূল্য়ে ট্য়াব দেওয়ার কথাও ইস্তেহারে বলা হয়েছে ৷

হায়দরাবাদের নাগরিকদের জন্য বিজেপির প্রতিশ্রুতি

হায়দরাবাদের নাগরিকদের জন্য বিজেপির প্রতিশ্রুতি

এতেই শেষ নয়, গ্রেটার হায়দরাবাদের নাগরিকদের জন্য বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে, ক্ষমতায় এলে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে৷ ইতিমধ্য়ে যাঁরা ১০ হাজার টাকা করে পেয়েছেন, তাঁরা আরও ১৫ হাজার টাকা পাবেন৷ এছাড়াও বলা হয়েছে, ক্ষমতায় এলে হায়দরাবাদের মেট্রো ও সিটি বাসে বিনামূল্যে মহিলাদের জন্য সফরের ব্য়বস্থা করবে তারা৷

উন্নতমানের ওয়াইফাই পরিষেবা

উন্নতমানের ওয়াইফাই পরিষেবা

সঙ্গে উন্নতমানের ওয়াইফাই পরিষেবা দেওয়ার কথাও বলা হয়েছে৷ এছাড়াও বস্তি ও উপজাতি কলোনিগুলিতে সম্পত্তি করে ছাড়, ১২৫ বর্গফুটের মধ্য়ে বাড়ি বানালে বিনামূল্য়ে অনুমতি, সব বাড়িতে জলের সংযোগ এবং বিনামূল্য়ে পানীয় জল সরবরাহের মতো একাধিক প্রতিশ্রুতি ইস্তেহারে রয়েছে৷

মুসি নদীর উন্নয়নের প্রতিশ্রুতি

মুসি নদীর উন্নয়নের প্রতিশ্রুতি

এদিকে, তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমীতির মতো বিজেপিও মুসি নদীর উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে৷ বিদ্য়ুৎ পরিষেবার ক্ষেত্রেও বড় ছাড়ের কথা উল্লেখ রয়েছে তাদের ইস্তেহারে৷ মাসে ১০০ ইউনিটের কম বিদ্যুৎ খরচ করলে কোনও চার্জ দিতে হবে না বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজেপির ইস্তেহারে৷

<strong>শেষ পর্যন্ত মাথা নত কেন্দ্রের? চাপের মুখে কৃষকদের কোন বার্তা কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর</strong>শেষ পর্যন্ত মাথা নত কেন্দ্রের? চাপের মুখে কৃষকদের কোন বার্তা কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর

English summary
JP Nadda claims that BJP win in Hyderabad polls to mark beginning of TRS end in Telangana
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X