For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাংবাদিক সুজাত বুখারি হত্যাকাণ্ডে নয়া তথ্য, সিসিটিভি ফুটেজে যা ধরা পড়ল

'রাইজিং কাশ্মীর' পত্রিকার সম্পাদক সুজাত বুখারির হত্যাকাণ্ড ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কাশ্মীর উপত্যকায়। ইদের মরশুমে উপত্যকায় এই খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে সাংবাদিক মহল।

  • |
Google Oneindia Bengali News

'রাইজিং কাশ্মীর' পত্রিকার সম্পাদক সুজাত বুখারির হত্যাকাণ্ড ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কাশ্মীর উপত্যকায়। ইদের মরশুমে উপত্যকায় এই খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে সাংবাদিক মহল। দিনে দুপুরে এভাবে সাংবাদিক হত্যা কিছুতেই মেনে নিতে পারছেনা সেখানের স্থানীয় সাংবাদিক মহল।

সাংবাদিক সুজাত বুখারি হত্যাকাণ্ডে নয়া তথ্য, সিসিটিভি ফুটেজে যা ধরা পড়ল

শ্রীনগরে গতকাল প্রেস কলোনিতে তাঁর দফতরের সামনেই সইদ সুজাত বুখারিকে গুলি করে হত্যা করা হয়। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল এটি বিচ্ছিন্নতাবাদী তথা জঙ্গিদের কার্যকলাপ। গোটা বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। পুলিশি তদন্তে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে আততায়ীদের ছবি। সেই ছবি প্রকাশ করেছে কাশ্মীর পুলিশ। ফলে খুব শীঘ্রই আততায়ীদের ধরে ফেলা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। আততায়ীদের ছবিতে দেখা গিয়েছে,তারা বাইকে চড়ে এই হামলা চালিয়ে পালিয়ে যায়।

উল্লেখ্য,রমজানের সময়ে কাশ্মীরে সংঘর্ষ বিরোধীচুক্তি লাগু করার ডাক দিয়েছিল কেন্দ্রেীয় সরকার। কেন্দ্রর এই পদক্ষেপের সমর্থনে ছিলেন বুখারি। আর সেজন্যই তিনি বিচ্ছিন্নতাবাদীদের রোষের মুখে পড়েন বলে দাবি বহু মহলের। সাংবাদিক বুখারির মৃত্যুতে শোক জানিয়েছেন কাশ্মীরের রাজনৈতিক নেতারা। শোক প্রকাশ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী থেকে কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

English summary
journalist Shujaat Bukhari killers caught on camera, valley mourns his death.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X