For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

র‌্যামেন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন সাংবাদিক রবীশ কুমার

সাংবাদিকতার জগতে অসাধারণ কৃতিত্বের জন্য এশিয়ার সর্বোচ্চ র‌্যামেন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন সাংবাদিক রবীশ কুমার।

  • |
Google Oneindia Bengali News

সাংবাদিকতার জগতে অসাধারণ কৃতিত্বের জন্য এশিয়ার সর্বোচ্চ র‌্যামেন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন সাংবাদিক রবীশ কুমার। শুক্রবার স্বীকৃতি প্রাপকদের তালিকা প্রকাশ করেছে র‌্যামেন ম্যাগসাইসাই পুরস্কার জ্ঞাপক সংস্থা। সম্মান প্রাপকদের হাতে মানপত্রও তুলে দেওয়া হয়েছে।

ম্যাগসাইসাই পুরস্কার পেলেন সাংবাদিক রভীশ কুমার

একটি বেসরকারি সংবাদমাধ্যমে কর্মরত রবীশ কুমারের প্রাইম টাইমের বিশ্লেষণের প্রশংসা করেছে পুরস্কার জ্ঞাপক সংস্থা। জানিয়েছে, প্রাইম টাইমে রবীশ সেই সব মানুষদের কথা তুলে ধরেন, যাঁদের হয়ে মুখ খোলেন না কেউ। সেই সব ঘটনার কথা তুলে ধরেন যা প্রতি মুহূর্তে জাতীয় জীবনকে বিপর্যস্ত করছে।

র‌্যামেন ম্যাগসাইসাই পুরস্কার জ্ঞাপক সংস্থা মনে করে, যখন কোনও সাংবাদিক সাধারণ মানুষের মুখের ভাষা হয়ে ওঠেন, একমাত্র তখনই তাঁর কাজ স্বার্থক। রবীশ কুমার বরাবর তাঁর নিউজ রুমকে জনতার দরবার বলে পরিচয় দিয়েছেন। রবীশের নিরপেক্ষ ও নির্ভীকভাবে খবর বিশ্লেষণ যে কোনও সাংবাদিকের কাছে দৃষ্টান্তের মতো বলে মনে করে র‌্যামেন ম্যাগসাইসাই পুরস্কার জ্ঞাপক সংস্থা। রবীশ ছাড়াও এশিয়ার সেরা সাংবাদিকের সম্মান পেলেন মায়ানমারের কে সুয়ে, থাইল্যান্ডের অঙ্গখানা নীলাপাইজিৎ, ফিলিপিন্সের রেমুন্ড পুজান্তে সায়াবায়াব ও দক্ষিণ কোরিয়ার কিম জং কি।

বিহারের জিতওয়ারপুরের বাসিন্দা রবীশ কুমার দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক হন। সেখান থেকে বেরিয়ে তিনি সাংবাদিকতা শুরু করেন। ১৯৯৬ সালে দেশের একটি বেসরকারি চ্যানেলে প্রাইম টাইম অনুষ্ঠান থেকে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। রবীশের এই স্বীকৃতিতে খুশি ভারতের সাংবাদিক মহল।

English summary
Journalist Ravish Kumar wins Magsaysay Award for his work
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X