For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহিলা সাংবাদিককে লক্ষ্য করে গুলি! প্রশ্নের মুখে রাজধানীর নিরাপত্তা

দিল্লির রাস্তায় মহিলা সাংবাদিকের গাড়ি লক্ষ্য করে গুলি। মুখোশ পরা একাধিক লোক এই হামলার ঘটনায় জড়িত বলে জানা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

দিল্লির রাস্তায় মহিলা সাংবাদিকের গাড়ি লক্ষ্য করে গুলি। মুখোশ পরা একাধিক লোক এই হামলার ঘটনায় জড়িত বলে জানা গিয়েছে। নয়দা নিবাসী সাংবাদিক মিতালী চান্দোলা গভীর রাতে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। দিল্লির বসুন্ধরা এনক্লেভের কাছে অপর একটি গাড়ি থেকে তাঁর ওপর এই হামলা চলে বলে জানিয়েছে পুলিশ।

মহিলা সাংবাদিককে লক্ষ্য করে গুলি! প্রশ্নের মুখে রাজধানীর নিরাপত্তা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুখোশ পরা একাধিক ব্যক্তি অপর একটি গাড়িতে ছিলেন। সেখান থেকেই ওই মহিলা সাংবাদিককে লক্ষ্য করে দুটি গুলি করা হয়। এই দুটি গুলির একটি লাগে মহিলা সাংবাদিকের গাড়ির কাঁচে আর অপর লাগে তাঁর হাতে। সাংবাদিক মিতালী চান্দোলা পুলিশকে জানিয়েছেন, হামলাকারীরা তাঁকে লক্ষ্য করে ডিমও ছোড়ে।

তাঁকে ধরমশীলা হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি বিপদমুক্ত বলেই জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলাকারীরা রাতের দিল্লিতে গাড়ির চালকদের ওপর হামলা করে, ডিম ছুড়ে লুটপাটের সঙ্গে জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও এই হামলায় কোনও ব্যক্তিগত শত্রুতা জড়িয়ে রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের দেওয়া সূত্র অনুযায়ী, পরিবারের সঙ্গে ভাল সম্পর্ক নেই সাংবাদিক মিতালী চান্দোলার।

সিনিয়র পুলিশ অফিসার জসমীত সিং জানিয়েছেন, সাংবাদিক মিতালী চান্দোলার হাতে গুলির আঘাত লেগেছে। তিনি আপাতত বিপদ মুক্ত। প্রাথমিকভাবে পুলিশের অনুমান পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা। হামলাকারীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

২০০৮ সালে দিল্লির বসন্ত কুঞ্জে ২৬ বছরের সাংবাদিক সৌম্য বিশ্বনাথনকে রাত ৩.৩০ নাগাদ গুলি করে হত্যা করা হয়।

English summary
Journalist Mitali Chandola shot at by a group of masked men in Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X