তেলমন্ত্রক থেকে নথি চুরির অভিযোগে গ্রেফতার সাংবাদিক
নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি : তেলমন্ত্রক থেকে শ্রেণীবদ্ধ নথি চুরি করে তা পৌঁছে দিতেন ক্ষমতাশালী ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির হাতে। এই অভিযোগেই গ্রেফতার হলেন প্রাক্তন সাংবাদিক শান্তনু সাইকিয়া। তেল মন্ত্রক থেকে নথি চুরির ঘটনায় গ্রেফতার হওয়া ৫ জনের মধ্যে অন্যতম সাইকিয়া। দিল্লিতে অভিযান চালিয়ে গতকালই আরও ২৫ জনকে আটক করা হয়েছে।
সাইকিয়া একটি পোর্টাল চালাতেন। সারারাত তাঁকে জিজ্ঞাসাবাদ করার পর অবশেষে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রের খবর অন্যান্য সাংবাদিকদেরও এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সাইকিয়া ছাড়াও পেট্রোলিয়াম মন্ত্রকের দুই আধিকারিককেও গ্রেফতার করা হয়েছে। রিলায়েন্স সংস্থার এক কর্মীকে আটক করা হয়েছে।
এই প্রসঙ্গে রিলায়েন্স কর্তৃপক্ষের বক্তব্য, আমরা এই বিষয়ে বেশি কিছু জানি না। সংস্থার নিয়মানুসারেই আভ্যন্তরীন তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, আমার মন্ত্রকে আমি গুপ্তচরবৃত্তি কিছুতেই বরদাস্ত করব না। যারা এই ঘটনায় যুক্ত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
তেল মন্ত্রকের থেকে যে গুরুত্বপূর্ণ নথি নাড়াঘাটা হচ্ছে, বা চুরি হচ্ছে তা আঁচ করতে পারছিলেন মন্ত্রকের আধিকারিকরা। মে মাসে বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পরই এর তদন্তের নির্দেশ আসে। গোপন ক্যামেরার পাশাপাশি কেন্দ্রীয় গোয়েন্দাদেরও এই বিষয়টিতে নজর রাখতে বলা হয়।
এর পরই মন্ত্রকের তরফে সম্ভাব্য অপরাধীদের নাম জানানো হয়। অপরাধীদের ধরতে পুলিশ ফাঁদ পাতে। ফাঁদে পা দেয় দুই সরকারি আধিকারিক। এই দুজনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। এই দুজনই পরে বাকি তিন জনের নাম পুলিশকে জানায়।
পুলিশ সূত্রের খবর, ভুয়া কাগজপত্র নিয়ে অভিযুক্তরা মন্ত্রকে ঢুকত। এরপর মন্ত্রকের গোপন শ্রেণীবদ্ধ নথি নয় ফটোকপি করে নিত, নয় চুরি করে নিত। এবং তা বড় বড় কর্পোরেট সংস্থা বা নথি নিতে ইচ্ছুক ব্যক্তিকে মোটা টাকার বিনিময়ে বিক্রি করে দিত। এদের মধ্যে একজন ভুয়া পরিচয়পত্র তৈরি করেছিল, এবং 'কেন্দ্রীয় সরকার' স্টিকার নিজের বাড়িতে লাগিয়ে ঘুরত।