For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পড়াশোনা করতে মার্কিন মুলুকে যেতে চান? আন্তর্জাতিক শিক্ষা সপ্তাহের ওয়েবিনারে জানুন বিস্তারিত

Google Oneindia Bengali News

চেন্নাইতে মার্কিন দূতাবাসে পালিত হচ্ছে আন্তর্জাতিক শিক্ষা সপ্তাহ। ১৬ নভেম্বর উদ্বোধন হওয়া এই কর্মসূচির মূল কার্যক্রম শুরু হয় ১৭ নভেম্বর থেকে। এই সপ্তাহ জুড়ে এই কার্যক্রমের অনুষ্ঠান চলবে। শিক্ষা গ্রহণের জন্যে মার্কিন মুলুকে যেতে ভিসা পাওয়ার ক্ষেত্রে চেন্নাই দেশের মধ্যে প্রথম সারিতে রয়েছে। এর জন্যে এবছর এই অনুষ্ঠান চেন্নাইতে অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৩ নভেম্বর পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। ১৬ নভেম্বর এই সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন মার্কিন কনসুলেট জেনারেল জুডিথ ব়্যাভিন। মার্কিন মুলুকে যেতে ভিসা প্রক্রিয়ার বিষয়ে তিনি অনেক কিছু বলেন এদিন। দেখুন : https://youtu.be/xjX5p0sVOVI

আন্তর্জাতিক শিক্ষা সপ্তাহের ওয়েবিনারে জানুন বিস্তারিত

এবছরের শিক্ষা সপ্তাহের মূল ভাবনা হল, 'নিযুক্ত, স্থিতিস্থাপক, গ্লোবাল।' মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং মার্কিন শিক্ষা দফতরের যৌথ প্রয়াসে এই সপ্তাহটি পালিত হচ্ছে। এবং সেই অনুযায়ী বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে চেন্নাইতে অবস্থিত মার্কিন দূতাবাসে। আরও তথ্যের জন্যে এই ওয়েবসাইটে যেতে পারেন : https://iew.state.gov/

দক্ষিণ ভারতে চেন্নাই ছাড়াও বেঙ্গালুরুতে মার্কিন শিক্ষা কেন্দ্র অবস্থিত রয়েছে। মোট ১৭৫টি দেশে এরকম ৪৩০টি পরামর্শদানকারী মার্কিন কেন্দ্র রয়েছে। ইমেল করুন [email protected]এ। আরও জানতে এই ওয়েবসাইটে যান : https://educationusa.state.gov/

আপনি চেন্নাইয়ের অনুষ্ঠানে যোগ দিতে পারেন গুগল মিটের লাইভ সেশনের মাধ্যমে। ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত একটি ওবিনার হবে। সেই ওয়েবিনারে যোগ দিতে বা ক্লিক করুন : https://bit.ly/EdUSAChennai বা http://bit.ly/EdUSA-UGStudy-Nov18

১৯ নভেম্বর দুপুর সাড়ে ৩টে থেকে ৫টার মধ্যে 'করোনা অতিমারীর মধ্যে গবেষণা' সংক্রান্ত একটি ওয়েবিনার হবে। তাতে যোগ দিতে ক্লিক করুন : http://bit.ly/researchmodeIEW2020

এছাড়া ১৯ নভেম্বর নিউ নর্মাল সংক্রান্ত আরও একটি ওয়েবিনার হবে। দিল্লির মার্কিন দূতাবাস কেন্দ্রের সেই অনুষ্ঠানে আপনি অনলাইনে যোগ দিতে পারেন ফেসবুক লাইভের মাধ্যমে। ওয়েবিনারে যোগ দিতে যান এই লিঙ্কে : http://facebook.com/americancenternewdelhi বা http://bit.ly/USPublicUnivs

এছাড়া ২০ নভেম্বর বেঙ্গালুরু কেন্দর থেকে একটি বিশেষ ওয়েবিনার অনুষ্ঠিত হবে। যাতে যোগ দিতে আপনি ক্লিক করতে পারেন : http://bit.ly/QTime20Nov। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৮টা পর্যন্ত হবে এই ওয়েবিনার। এরপর ২৩ তারিখে মার্কিন বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের পড়াশোনা করার বিষয়ে বিস্তারিত জানাতে একটি ওয়েবিনার অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টা থেকে ৮টা পর্যন্ত জুম-এ অনুষ্ঠিত হবে সেই ওয়েবিনার। যোগ দিতে ক্লিক করুন : https://zoom.us/j/98458066178

বিহারে ভরাডুবির পর উত্তরপ্রদেশে মিলছে না জোটসঙ্গী, যোগীর বিরুদ্ধে প্রিয়াঙ্কা গান্ধীর অগ্নিপরীক্ষাবিহারে ভরাডুবির পর উত্তরপ্রদেশে মিলছে না জোটসঙ্গী, যোগীর বিরুদ্ধে প্রিয়াঙ্কা গান্ধীর অগ্নিপরীক্ষা

English summary
Join International Education Week 2020 by US Consulate General, Chennai and know about opportunities
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X