For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জনসন অ্যান্ড জনসন কি আদৌও শিশুর জন্য সুরক্ষিত! শুরু নমুনা পরীক্ষা

ভারতীয় ড্রাগ ইনস্পেক্টররা জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডার-এর নমুনা যাচাইয়ের জন্য বাজেয়াপ্ত করলেন।

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় ড্রাগ ইনস্পেক্টররা জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডার-এর নমুনা যাচাইয়ের জন্য বাজেয়াপ্ত করলেন। উত্তর ভারতের প্লান্ট থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট এসেছিল, ক্যানসার হতে পারে এমন অ্যাসবেসটস যৌগ বেবি পাউডারে রয়েছে। যার পরই নড়েচড়ে বসেছে প্রশাসন।

জনসন অ্যান্ড জনসন কি আদৌও শিশুর জন্য সুরক্ষিত! শুরু নমুনা পরীক্ষা

সূত্রের খবর, হিমাচলপ্রদেশের বড্ডি প্লান্ট থেকে এই নমুনা সংগ্রহ করা হয়েছে। জনসন অ্যান্ড জনসন সংস্থা প্রথমেই এই নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি।

মঙ্গলবার সংস্থার তরফে জানানো হয়, নমুনা সংগ্রহ করা হয়েছে বলে যে খবর ছাপা হয়েছে তা একতরফা ও অসত্য। জনসন অ্যান্ড জনসন বেবি পাউডার একেবারে সুরক্ষিত। বিভিন্ন ল্যাবের পরীক্ষায় এটা প্রমাণিত বলে সংস্থা দাবি করেছে।

তেলাঙ্গানার ড্রাগ ইনস্পেক্টর সুরেন্দ্রনাথ সাই বলেছেন, রিপোর্টের ভিত্তিতে জনসন অ্যান্ড জনসনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ল্যাবে তার পরীক্ষা হবে। যদি কিছু পাওয়া যায় তার ভিত্তিতে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কারণ ছোট শিশুরা এতে আক্রান্ত হচ্ছে।

বছর তিনেক আগে সীসা পাওয়া যাওয়ার অভিযোগে ম্যাগির উৎপাদন ভারতে বন্ধ হয়ে গিয়েছিল। বেশ কয়েকমাস পরে ফের নতুন রূপে ম্যাগি ভারতের বাজারে আসে। এখন দেখার জনসন অ্যান্ড জনসন নিয়ে কী রিপোর্ট সামনে আসে।

English summary
Johnson & Johnson's baby powder samples seized in India over asbestos report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X