For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরীক্ষামূলক ট্রায়ালের জন্য ভারতকে আর্জি জানাল একক–টিকা জনসন অ্যান্ড জনসন

পরীক্ষামূলক ট্রায়ালের জন্য ভারতকে আর্জি জানাল একক–টিকা জনসন অ্যান্ড জনসন

Google Oneindia Bengali News

অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, ভারত বায়োটেকের কোভ্যাকসিন ও রাশিয়ার স্পুটনিকের পর এবার ভারতে পরীক্ষামূলক ট্রায়ালের জন্য অনুমতি চেয়েছে জনসন অ্যান্ড জনসনের একক–ডোজ কোভিড–১৯ ভ্যাকসিন। সংস্থার পক্ষ থেকে শুক্রবারই তা জানানো হয়েছে।

পরীক্ষামূলক ট্রায়ালের জন্য ভারতকে আর্জি জানাল একক–টিকা জনসন অ্যান্ড জনসন

মার্কিন যুক্তরাষ্ট্রের ওষুধ ও স্বাস্থ্য পরিষেবার বৃহৎ সংস্থার ভ্যাকসিন বর্তমানে আমেরিকা, ইউরোপ ও থাইল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সহ অন্যান্য দেশে ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে। সূত্রের খবর, 'ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া’–র সঙ্গে এ বিষয়ে কথাও চালাচ্ছে তারা। প্রসঙ্গত, দেশে কোভিডের দ্বিতীয় ওয়েভের মাঝেই কিছু কিছু রাজ্য ভ্যাকসিনের ঘাটতি নিয়ে অভিযোগ তুলেছে। যদিও ভারত সরকার জানিয়েছে যে দেশে ভ্যাকসিনের ঘাটতি নেই।

জানা গিয়েছে, জে অ্যান্ড জে জানিয়েছে তারা ভারতের ড্রাগ নিয়ামক সংস্থাকে চিঠি দিয়েছেন এবং খুব দ্রুত তারা ভারতে পরীক্ষামূলক ট্রায়াল শুরু করবে তাদের ভ্যাকসিনের। যদিও এখনই এ বিষয়ে কোনও মন্তব্য করেনি ড্রাগ নিয়ামক সংস্থা। সূত্রের খবর, জনসন ইতিমধ্যেই ভারতের একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থা 'বায়োলজিক্যাল ই লিমিটেড’-এর সঙ্গে টিকা উৎপাদনের বিষয়ে চুক্তি করেছে। ভারতে এই ভ্যাকসিন সংস্থা মূলত সুরক্ষা ও রোগ প্রতিরোধ ক্ষমতার কার্যকরিতা পরীক্ষা করবে।

ভারতে বর্তমানে দু’‌টি ভ্যাকসিনকে অনুমোদন দেওয়া হয়েছে। একটি হল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ও দ্বিতীয়টি হল ভারত বায়োটেকের কোভ্যাকসিন। দু’‌টি ভ্যাকসিনই প্রস্তুত করছে সিরাম ইনস্টিটিউট। অন্যদিকে, তৃতীয় ভ্যাকসিন প্রার্থী রাশিয়ার স্পুটনিক ভি ভারতের ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় রয়েছে। তবে ভারতের ভ্যাকসিন তালিকায় নতুনভাবে সংযোজন হল জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিনের।

English summary
Johnson and Johnson says in talks with Indian govt for trial of single dose vaccine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X