দেবযানীকাণ্ডে সলমন খুরশিদের সঙ্গে কথা বলতে পারেন জন কেরি

এদিকে দেবযানী খোবরাগাডেকে হেনস্থার ঘটনায় আমেরিকার ক্ষমা চাওয়ার দাবিতে অনড় ভারত। দেবযানীর বিরুদ্ধে যাবতীয় অভিযোগ প্রত্যাহারের দাবিও করা হয়েছে। যদিও, অভিযোগ প্রত্যাহার করা হবে না বলে গতকাল জানিয়ে দিয়েছে আমেরিকা৷ এরপরই মার্কিন বিদেশ দফতরের তরফে সাংবাদিক বৈঠকে বলা হয়েছে, একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে ভারত-মার্কিন সম্পর্কে ফাটল চায় না আমেরিকা। এবিষয়ে আলোচনার পথ অবশ্যই খোলা রয়েছে।
এদিকে, সংসদীয়-বিষয়ক মন্ত্রী কমলনাথ শুক্রবার জানিয়েছেন, আমেরিকাকে ক্ষমা চাইতেই হবে। শুধু দুঃখপ্রকাশ করে দায় সারলে চলবে না। তিনি বলেন, ডেপুটি কনসাল জেনারেল দেবযানী খোবরাগাডের বিরুদ্ধে যে অভিযোগগুলি রয়েছে, তা তুলে নিতে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কথা বলুক মার্কিন বিদেশ দফতর। কিন্তু বিদেশ দফতরের তরফে সাংবাদিক বৈঠকে বলা হয়েছে বিদেশ দফতর বিচারব্যবস্থার কাজে হস্তক্ষেপ করতে পারে না।