For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাটনায় প্রতিবাদী চাকরিপ্রার্থীদের বেধড়ক মার পুলিশের, রিপোর্ট চাইলেন ডিএম

Array

Google Oneindia Bengali News

সোমবার পাটনায় শিক্ষাক্ষেত্রে নিয়োগে বিলম্বের বিরুদ্ধে বিক্ষোভকারী চাকরি প্রার্থীদের উপর বেধড়ক লাঠিচার্জ করে পুলিশ। ঘটনার একটি মর্মান্তিক ভিডিও সামনে এসেছে যেখানে পাটনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কেকে সিংকে দেখা যায় যে তিনি এক চাকরি প্রার্থীকে বুকের কাছে জাতীয় পতাকা ধরে মাটিতে শুয়ে থাকা অবস্থায় লাঠি দিয়ে নাগাড়ে মেরে যাচ্ছেন। এরপর ওই প্রার্থীকে আমলা হিড়হিড় করে টানতে টানতে নিয়ে যান। সেই ভিডিও সামনে এসেছে। আর তারপর থেকেই শুরু হয়েছে তুমুল বিতর্ক।

জলকামান

জলকামান


লাঠিচার্জ করার পাশাপাশি, পুলিশকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান প্রয়োগ করতেও দেখা যায়। ঘটনার পরপরই একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন পাটনার ডিএম। ঘটনাটি খতিয়ে দেখতে বলেন তিনি। এই ঘটনায় তিনি যে যথেষ্ট বিরক্ত তা ডিএমও প্রকাশ করেছেন। ডিডিসি ও সিটি এসপি (সেন্ট্রাল)সহ দুই সদস্যের একটি টিম গঠন করা হয়েছেঘটনাকে খতিয়ে দেখতে। পাটনার ডিএম চন্দ্রশেখর সিং বলেছেন, তাদের দু'দিনের মধ্যে ঘটনার বিষয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

চাকরির প্রতিশ্রুতি

চাকরির প্রতিশ্রুতি

একদিকে বিহারের নতুন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ১০ লক্ষ বেকারকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সিএম নীতীশ কুমার কোটা বাড়িয়ে ২০ লাখ করেন। এসব প্রতিশ্রুতি ফল্প্রসু হয়নি। তাই বেকার চাক্রি প্রার্থীরা হাতে তেরঙ্গা নিয়ে চাকরি চাইতে বেরিয়েছিলেন। ঠিক তখনই পাটনার এডিএম চাকরি প্রার্থীদের উপর লাঠিচার্জ করেন।

১৪৪ ধারা জারি

১৪৪ ধারা জারি

পাটনার জেলা ম্যাজিস্ট্রেট আগামী তিন দিনের জন্য শহরের বিভিন্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেছেন। নির্দেশে উল্লেখ করা হয়েছে যে গার্ডনিবাগের চিহ্নিত স্থান ছাড়া, আগামী তিন দিনের জন্য পাটনা সদর মহকুমার অন্য কোনও স্থানে যেমন ডাকবাংলা স্কোয়ার, গান্ধী ময়দান, বেইলি রোড, বোরিং রোডের মতো কোনও পিকেট, বিক্ষোভ বা মিছিলের অনুমতি দেওয়া হবে না।

 বাংলায় শিক্ষা নিয়ে দুর্নীতি

বাংলায় শিক্ষা নিয়ে দুর্নীতি

শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে। চাকরি পাচ্ছে না উপযুক্তরা এই দাবি তা নিয়ে বছরের পর বছর প্রতিবাদের চিত্র দেখেছে বাংলা। এখনও সেই ছবি দেখা যাবে ধর্মতলা চত্বরে গেলেই। এবার এই শিক্ষক নিয়োগের বিষয় নিয়ে প্রতিবাদের ছবি দেখা গিয়েছে বিহারে। বাংলায় শিক্ষার দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম জড়িয়ে গিয়েছে। কোটি কোটি টাকা তিনি তাঁর বান্ধবী অর্পিতা মুখার্জি আত্মসাৎ করেছেন বলে অভিযোগ ওঠে। তাদেরকে এখন ইডি জেল হেফাজতে রেখে তদন্ত করছে।

কেন্দ্রের বৈঠকে অনুপস্থিত সম্মিলিত কিষাণ মোর্চা, দাবি উঠল আরও স্বচ্ছ এমএসপি'র কেন্দ্রের বৈঠকে অনুপস্থিত সম্মিলিত কিষাণ মোর্চা, দাবি উঠল আরও স্বচ্ছ এমএসপি'র

English summary
DM seeks report in job seekers attack case in patna
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X