For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের ছাত্র বিক্ষোভে উত্তাল জেএনইউ! উপাচার্যের স্ত্রীকে আটকে রাখার অভিযোগ

ফের ছাত্র বিক্ষোভএ উত্তাল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়।

  • |
Google Oneindia Bengali News

ফের ছাত্র বিক্ষোভএ উত্তাল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। উপাচার্য এম জগদীশ কুমার সোমবার অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বলপূর্বক তাঁর বাড়িতে ঢুকে, তাঁর স্ত্রীকে বেশ কয়েকঘন্টা আটকে রেখেছিল।

ফের ছাত্র বিক্ষোভে উত্তাল জেএনইউ! উপাচার্যের স্ত্রীকে আটকে রাখার অভিযোগ

এই শিক্ষাবর্ষ থেকে প্রবেশিকায় চালু হওয়া অনলাইন সিস্টেমের বিরুদ্ধে গতসপ্তাহ থেকে সাত ছাত্র অনশন ধর্মঘট চালিয়ে যাচ্ছেন।

সূত্রের খবর অনুযায়ী, বাম সমর্থক ছাত্ররা উপাচার্যের বাড়িতে গিয়ে, তাঁর সঙ্গে বৈঠকের দাবি করেন। কিন্তু ছাত্রদের এই দাবি মানেননি উপাচার্য। গত সপ্তাহের ছাত্ররা যখন উপাচার্যের সঙ্গে দেখা করতে গিয়েছিল, তখন সমস্যার কথা বাদ দিয়ে ছাত্রদের মিষ্টি খেতে দিয়েছিলেন উপাচার্য।

[আরও পড়ুন: আদবাণীর পর এবার যোশী! ভবিষ্যৎ সিদ্ধান্ত জানিয়ে দিল দল ][আরও পড়ুন: আদবাণীর পর এবার যোশী! ভবিষ্যৎ সিদ্ধান্ত জানিয়ে দিল দল ]

সোমবার রাতে ছাত্রদের একাংশ উপাচার্যের বাড়িতে ঢুকে পড়ে। সেই সময় উপাচার্য বাড়িতে ছিলেন না। অভিযোগ, ছাত্ররা উপাচার্যের স্ত্রীকে ঘেরাও করে রাখেন। সূত্রের খবর অনুযায়ী, এএরপর পুলিশ ডাকা হয়। বিশ্ববিদ্যালয়ের অন্য অধ্যাপকদের স্ত্রীরাও ঘটনাস্থলে গিয়ে উপাচার্যের স্ত্রীকে উদ্ধার করেন। এরপর উপাচার্যের স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনা সম্পর্কে নিজেই টুইট করেছেন উপাচার্য।

যদিও বাম ছাত্র সংগঠনের ছাত্ররা এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি একদল ছাত্র উপাচার্যের সঙ্গে দেখা করতে গিয়েছিল। বরং তাদের সঙ্গে নিরাপত্তারক্ষীরা খারাপ ব্যবহার করেছে।

[আরও পড়ুন: কংগ্রেসে যোগ দিচ্ছেন ঊর্মিলা! বিজেপির কোন তারকা প্রার্থীর বিরুদ্ধে লড়তে চলেছেন তিনি][আরও পড়ুন: কংগ্রেসে যোগ দিচ্ছেন ঊর্মিলা! বিজেপির কোন তারকা প্রার্থীর বিরুদ্ধে লড়তে চলেছেন তিনি]

[আরও পড়ুন: আদবাণীর পর এবার যোশী! ভবিষ্যৎ সিদ্ধান্ত জানিয়ে দিল দল ][আরও পড়ুন: আদবাণীর পর এবার যোশী! ভবিষ্যৎ সিদ্ধান্ত জানিয়ে দিল দল ]

English summary
JNU Vice-Chancellor Says Students Forcibly Entered Home, "Confined" Wife
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X