ফের উত্তাল জেএনইউ, ফি বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ ছাত্রদের
সোমবার সকাল থেকে ছাত্র আন্দোলনে উত্তাল হল দিল্লির রাজপথ। ফি-বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। সুলভে শিক্ষার দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তাঁরা। বিক্ষুব্ধ ছাত্রদের অভিযোগ এক ধাক্কায় প্রায় ৪০ শতাংশ ফি বৃদ্ধি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ১৫ দিন ধরে এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ভেতরেই বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। বাধ্য হয়েই তাঁরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছে।

ছাত্রদের বিক্ষোভের জেরে বিশ্ববিদ্যালয়ের সামনে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। পুলিস ব্যারিকেড করে বিক্ষুব্ধ ছাত্রদের আটকানোর চেষ্টা করছে। পুলিসের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন ছাত্ররা। চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।
Delhi: Jawaharlal Nehru Students' Union organises protest over different issues including fee hike, outside university campus. pic.twitter.com/KGU8epEOwD
— ANI (@ANI) November 11, 2019
অতিরিক্তি পুলিস বাহিনী মোতায়েন করা হয়েছে ছাত্র বিক্ষোভ রুখতে। তাঁদের অভিযোগ বিশ্ববিদ্যালয়ে সাধারণত মধ্য বিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা পড়তে আসে। তাঁদের পক্ষে এই বিপুর পরিমান ফি দিয়ে পড়াশোনা করা সম্ভভ নয়। সেকারণেই কর্তৃপক্ষকে বার বার ফি কমানোর কথা বলা হয়েছিল। কিন্তু গত ১৫ দিন ধরে তার কোনও সমাধান হয়নি। এদিকে ছাত্রদের বিক্ষোভ আটকাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বারবার ক্যাম্পাসে ফিরে আসার আবেদন জানাচ্ছেন। কিন্তু নিজেদের দাবিতে অনড় ছাত্ররা।